জিংগার নতুন গেম মাফিয়া ওয়ার্স ২
ফেসবুকে গেমটি খেলার জন্য সাইন আপ করলেই গেমটি খেলা যাবে।
জিংগা কর্তৃপক্ষ জানিয়েছে, গেমারকে এমন একজনের ভূমিকায় খেলতে হবে যে সবে জেল থেকে ছাড়া পেয়েছে এবং অপরাধজগতের গডফাদার যাকে সাদরে বরণ করে নিয়েছে। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতেই খেলতে হবে মাফিয়া ওয়ার্স ২ গেমটি।
মাফিয়া ওয়ার্স গেমটির প্রথম সংস্করণের মতোই এ সংস্করণে গেমারকে সঙ্গী তৈরি করে নিতে হবে এবং শত্রুর সঙ্গে লড়ে মিশন শেষ করতে হবে। গেমটিতে ৩শ’ ধরনের অস্ত্র, গাড়ি এবং বর্ম রয়েছে। অ্যাভাটারের জন্য রয়েছে ৬০০ টি পোশাক।
মাফিয়া ওয়ার্স গেমটি প্রতি মাসে ৪০ লাখ গেমার খেলে থাকেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন