পিএস ৪ গেম তৈরি করছে সনি
সনি এখনও ‘প্লেস্টেশন ৪’ নামের গেমিং ডিভাইসটিরই ঘোষণা দেয়নি। তবে, সনির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এর- উদ্ধৃতি দিয়ে এ ডিভাইসটি বাজারে আসছে বলে আগেই খবর রটেছিলো। এবার এ ডিভাইসটির জন্য গেম তৈরির খবরও জানা গেলো।
বর্তমানে প্লেস্টেশন এর তৃতীয় সংস্করণটি বাজারে রয়েছে। ২০১৩ সাল নাগাদ এটির চতুর্থ সংস্করণ বাজারে আনতে পারে সনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন