চীনে 'আইপ্যাড' ঝামলো মিটালো অ্যাপলের
দি গ্যাংডং হাই পিপলস কোর্ট-এর রায়ে অ্যাপল এবং প্রোভিউ টেকনোলজি আইনি মাধ্যমে এই বিবাদের ইতি টেনেছে।
অ্যাপল জানিয়েছে, তারা ২০০৯ সালে প্রোভিউ টেকনোলজির কাছ থেকে আইপ্যাড নামটির গ্লোবাল রাইট কিনে নিয়েছিল। তবে চায়নিজ কর্তৃপক্ষের মতে চায়নায় এর মালিকানা ওই সময়ে হস্তান্তর করা হয়নি ।
তবে এই মামলার নিষ্পত্তির ফলে আর্থিক গচ্চা দিয়ে হলেও অ্যাপলের একটি গুরুত্বর্পূণ বাজারে আইপ্যাড বিক্রির আইনগত জটিলতা শেষ হলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সৌরভ/ওএস/এইচবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন