মোবাইলেই খোঁজা যাবে নিকটবর্তী ফেইসবুক ব্যবহারকারী
এ ফিচারটি মূলত মোবাইল ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছে। এ ফিচারে ফেইসবুকের বন্ধু তালিকায় না থাকলেও আশপাশের ফেইসবুক ব্যবহারকারীদের দেখা যাবে।
ফেইসবুক সম্প্রতি গ্ল্যান্সি নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে কিনে নেয়। তাদের প্রযুক্তির সাহায্যে জানা সম্ভব আশপাশে একই সার্ভিস ব্যবহারকারী আছেন কি-না।
ফেইসবুকের ওই বিশেষ ফিচারটির প্রোগ্রামার রায়ান পিটারসন প্রযুক্তি ব্লগ টেকক্রাঞ্চকে বলেন, যারা ঘরের বাইরে থাকেন এবং সবসময় নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে চান এই ফিচারটি তাদের কাজে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন