ড্রোন প্লেন ছিনতাই করা সম্ভব
উপযুক্ত সরঞ্জাম থাকলে যে কেউ জিপিএস-এর সাহায্যে মনুষ্যবিহীন প্লেন বা ড্রোন নিয়ন্ত্রণে আনতে পারবে। আধুনিক ড্রোন সম্পর্কে এমন মন্তব্য করেছেন গবেষকরা। খবর ফক্স নিউজ–এর।জানা গেছে, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অসটিন স্টেডিয়ামের ওপর দিয়ে একটি ড্রোন স্বাভাবিক জিপিএস ফ্লাইট রুটিন মেনে উড়ে যাবার সময় হঠাৎ করেই মাটির দিকে নামতে শুরু করে। দুর্ঘটনা ঘটার কয়েক ফিট আগে একজন সেফটি পাইলট রেডিও কন্ট্রোলের মাধ্যমে ড্রোনটিকে বাঁচায়। এই পুরো বিষয়টিই ছিল ইউনিভাসিটি অফ টেক্সাস-এর, রেডিও নেভিগেশন ল্যাবরেটরির গবেষক, প্রফেসর টড হ্যাম্প্রিস এবং তার দলের ‘স্পুফিং’-এর একটি সফল গবেষণা। এর মাধ্যমে তারা প্রমাণ করেন, ড্রোন হ্যাক করা সম্ভব। ফলে যুক্তরাষ্ট্রের আকাশসীমা কেন ড্রোনের জন্যে খুলে দেয়া উচিত হবে না।
প্রফেসর টড হ্যাম্প্রিস বলেন, ‘একটি ইউএভি এর জিপিএস রিসিভার স্পুফিং করা এবং একটি প্লেন ছিনতাই করা, একই কথা।’
ধারণা করা হয়, গত বছর ডিসেম্বরে ইরান জিপিএস জ্যামিং-এর মাধ্যমে একটি স্পাই ড্রোনকে ল্যান্ড করতে বাধ্য করে। স্পুফিং একটি আধুনিক প্রযুক্তি। প্রফেসর টড হ্যাম্প্রিস বলেন, স্পুফিং-এর মাধ্যমে, জিপিএস জ্যামিং শুধু নয়, ড্রোনগুলোকে কন্ট্রোলও করা সম্ভব।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মেহেদী/ওএস/এইচবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন