রবিবার, ১ জুলাই, ২০১২

মোবাইল পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে শিশুরা

মোবাইল পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে শিশুরা

মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফি ব্যবহারে শিশুদের আচরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বৃটিশ ডেপুটি চিল্ড্রেন্স কমিশনার। খবর গার্ডিয়ান-এর।

বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিকে ডেপুটি চিলড্রেন কমিশনার সুই বেরেলোইটজ বলেছেন, ‘সোশাল নেটওয়ার্কিং সাইটের পাশাপাশি অশ্লীল বিভিন্ন ক্ষেত্রে শিশুদের আগ্রহ বাড়ছে। এটি শিশুদের নৈরাজ্য বা নৈতিকতার অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে।’

‘অনেক বাবা মা মনে করেন, তার ছেলে-মেয়ে কিভাবে সময় কাটায় তা তারা জানেন। যদিও মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে অনেক বাবা-মা কোন খবরই রাখেন না’, জানান বেরেলোইটজ।

বেরেলোইটজ বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক শিশু, তরুণ ও টিনএজরা সোশাল নেটওয়ার্কিং, বিবিএম মেসেঞ্জিং এবং পর্নোগ্রাফিতে যে হারে আসক্ত হচ্ছে তা খুবই উদ্বেগের বিষয়।’

এতে বলা হয়, মোবাইল ফোনেই আছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। আর তাই শিশুরাও জড়িয়ে পড়ছে সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। দেখা গেছে, বেশ কতোগুলো সাইটের মাধ্যমে শিশুরা মোবাইল পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজিম/ওএস/এইচবি

কোন মন্তব্য নেই: