হাত ঠাণ্ডা রাখবে সাইক্লোন মাউস
প্রফেশনাল গেইমারদের জন্য চাপের মধ্যেও শান্ত থাকা খুবই জরুরি। এ কাজে গেইমারদের সাহায্য করতে থার্মালটেক তৈরি করেছে ব্ল্যাক এলিমেন্ট সাইক্লোন মাউস। মাউসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, এর ডিটাচেবল ফ্যান যা ঠাণ্ডা রাখবে গেইমারদের হাত। খবর গিজম্যাগ-এর।ব্ল্যাক এলিমেন্ট সাইক্লোন মাউসটির ডিটাচেবল ফ্যানটি নিজেদের প্রয়োজনমতো লাগাতে বা খুলে রাখতে পারবেন গেইমাররা। মাত্র ৩০ মিলিমিটার আকারের ফ্যানটি ঘুরবে ৬০০০ আরপিএম গতিতে। এর পরও ২১.৭ ডিবি মাত্রার সামান্যই শব্দ তৈরি করে সাইক্লোনের ফ্যানটি, জানিয়েছে নির্মাতা থার্মালটেক।
তবে ডিটাচেবল ফ্যানটিই একমাত্র উল্লেখযোগ্য ফিচার নয় সাইক্লোনের। আরগোনমিক ডিজাইন আর ইজি গ্রিপ রাবার কোটিং ছাড়াও রয়েছে এর ওজন কমানো বাড়ানোর সুবিধা। গেইমার তার পছন্দমতো বাড়তি ওজন যোগ করতে পারবেন মাউসটিতে। চাইলে কমিয়েও ফেলতে পারবেন গেইমিং মাউসটির ওজন।
এছাড়াও ব্ল্যাক এলিমেন্ট সাইক্লোন মাউসে রয়েছে ৬,৫০০ ডিপিআই লেসার সেন্সর এবং নয়টি কাস্টোমাইজড ম্যাক্রো কি।
থার্মালটেক ব্ল্যাক এলিমেন্ট সাইক্লোন মাউসটি কবে বাজারে আসবে, বা এর দাম কতো হবে তা নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি থার্মালটেক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন