আইগিলস কেসিং আইফোন কে বানাবে আন্ডারওয়াটার ক্যামেরা
আইগিলস এসই-৩৫ তৈরি করা হয়েছে পলিকার্বোনেট দিয়ে, যা বুলেটপ্রুফ কাঁচ তৈরিতে ব্যবহার করা হয়। কেসিংটির সঙ্গেই থাকবে নতুন একটি অ্যাপ্লিকেশন, যা পানির গভীরে নেভিগেশন টুল এবং ডাইভ লগের কাজ করবে। আরো আছে পানির গভীরতা এবং তাপমাত্রা মাপার জন্য বিশেষ সেন্সর এবং ৬টি বিশেষ বাটন, যা দিয়ে আইফোনের প্রায় সব কাজই করা যাবে পানির নিচে।
আইফোন থ্রিজিএস, ফোর এবং ফোরএস-এই তিনটি মডেলে ব্যবহার করা যাবে আইগিলস এসই-৩৫। কেসিংটির বদৌলতে গভীর পানিতেও আইফোনের সফটওয়্যারগুলো ব্যবহার করা যাবে। এছাড়াও এটি ব্যবহার করে ছবি ও ভিডিও করা যাবে।
তবে, পানির নিচে থাকা অবস্থায় মোবাইল ফোনে কথা বলা বা মেসেজিংয়ের সুবিধাগুলো পাবেননা ব্যবহারকারীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন