শরীরের তাপেই চলবে গ্যাজেট
এই সপ্তাহে নিউ ইয়র্কের গ্যাজেট প্রদর্শনীতে পার্পেচুয়ার মার্কেটিং-এর প্রধান জেরি ওয়েন্ট উপস্থিত হয়েছিলেন হাতে একটি কালো ব্যান্ড এবং পুরনো হাতঘড়ি নিয়ে। তারা সেখানে মানুষের শরীরের তাপমাত্রা দিয়ে গ্যাজেটে পাওয়ার সাপ্লাইয়ের উপায় দেখিয়েছেন। খবর ফক্স নিউজ-এর।এ প্রযুক্তিটি অবশ্য নতুন নয়। দুই শতক আগেই পদার্থবিদ টমাস জোহান সিবেক মানুষের শরীরের তাপ ব্যবহার করে শক্তি সরবরাহের এ উপায়টি আবিষ্কার করেছিলেন।
মানুষের শরীরের তাপমাত্রা সাধারণত ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট হয়। পার্পেচুয়া একটি ব্যান্ড বানিয়েছে, যা শরীরের তাপ থেকে শক্তি উৎপাদন করতে পারবে। এ শক্তি দিয়ে অল্প শক্তির যন্ত্র চালানো সম্ভব। স্মার্টফোন বাদে ব্লুটুথ ডিভাইস বা এ ধরনের আরো যন্ত্র এভাবে চালানো সম্ভব বলেই জানিয়েছে পার্পেচুয়া। এ ব্যান্ড শরীরের তাপমাত্রা থেকে ৩-৪ ভোল্ট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। যেখানে ব্লুটুথ ডিভাইস চালাতে লাগে ২ ভোল্ট।
এছাড়াও এ ডিভাইসের মাধ্যমে ঘড়ি এবং মেডিক্যাল ডিভাইস যেমন হার্ট মনিটরও চালানো সম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন