শনিবার, ২১ জুলাই, ২০১২

লেগো দিয়ে তৈরি হলো রোলস-রয়েস ইঞ্জিন

লেগো দিয়ে তৈরি হলো রোলস-রয়েস ইঞ্জিন

বাচ্চাদের খেলার লেগো দিয়ে তৈরি হলো বোয়িং ৭৮৭-এ ব্যবহৃত রোলস-রয়েস ট্রেন্ট-১০০০ জেট ইঞ্জিনের হুবহু নকল বা রেপ্লিকা। রোলস-রয়েস ইঞ্জিনটির আদলে রেপ্লিকাটি বানিয়েছেন পেশাদারী লেগো নির্মাতা প্রতিষ্ঠান ব্রাইট ব্রিকস। খবর বিবিসির।

তরুণদের ইঞ্জিনিয়ারিং পেশায় উৎসাহী করার জন্য রেপ্লিকা ইঞ্জিনটি বানিয়েছেন তারা। আর মজার ব্যাপার হচ্ছে, রোলস-রয়েস ইঞ্জিনটির রেপ্লিকা বানাবার বুদ্ধিটি তারা পেয়েছিলেন ৫ বছর বয়সি এক শিশুর কাছ থেকে।

এ ব্যাপারে রোলস-রয়েসের ব্র্যান্ড ম্যানেজার সারাহ মার্টিন বলেন, ‘বাবার সহযোগিতা নিয়ে লেগো দিয়েই ছোট্ট একটি রোলস রয়েস ইঞ্জিনের রেপ্লিকা বানয়েছিলো শিশুটি। আর রেপ্লিকাটি পাঠিয়ে দিয়েছিলো আমাদের কাছে। সেখান থেকেই আইডিয়াটি পাই আমরা।’

রোলস-রয়েস ট্রেন্ট ১০০০ জেট ইঞ্জিনটি ব্যবহার করা হয় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার অ্যারোপ্লেনে। লেগো দিয়ে বানানো রেপ্লিকা ইঞ্জিনটি লম্বায় প্রায় সাড়ে ছয় ফিট। ১৬০টি ভিন্ন ইঞ্জিন কম্পোনেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় ১ লাখ ৫২ হাজার ৪৫৫টি লেগো ব্রিক।

ব্রাইট ব্রিকসের চারজন লেগো বিল্ডার ৮ সপ্তাহে শেষ করেছেন রেপ্লিকাটি তৈরির কাজ। আর হুবহু আসলটির মতোই দেখতে হয়েছে ইঞ্জিনটি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি

কোন মন্তব্য নেই: