ক্র্যাশ করলো বিবিসির ওয়েবসাইট
বুধবার সন্ধায় ক্র্যাশ করেছিলো বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর নিজস্ব ওয়েবসাইট। বিবিসি অনলাইনের মেইন পেইজ এবং নিউজ পেইজগুলো চালু হলেও এখনও বন্ধ রয়েছে আইপ্লেয়ার সার্ভিস। খবর অরেঞ্জ নিউজ-এর।বিবিসির ওয়েবসাইটটি ক্র্যাশ করে গত বুধবার বৃটিশ সময় রাত ৮টার পর। এ সময় পাঠকরা বিবিসির অনলাইন পেইজগুলোতে ঢুকতে ব্যর্থ হন। এক ঘণ্টার মধ্যেই বিবিসির ইঞ্জিনিয়াররা বিবিসি ডট কো ডট ইউকে, বিবিসি নিউজ এবং টেক পেইজগুলো চালু করতে পারলেও ফ্রন্ট পেইজটি চালু করতে বেশ বেগ পেতে হয় ইঞ্জিনিয়ারদের।
এ ব্যাপারে বিবিসির এক বিবৃতিতে বলা হয়, ‘বুধবার সন্ধ্যায় ক্র্যাশ করেছিলো বিবিসি অনলাইন। তবে ঘণ্টাখানেকের মধ্যেই পাঠকদের জন্য বেশিরভাগ পেইজ চালু করা সম্ভব হয়। আমরা ওয়েবসাইটটি যতো তাড়াতারি সম্ভব পুরোপুরি ঠিক করার চেষ্টা করছি এবং ক্র্যাশ করার কারণ তদন্ত করে দেখছি।’
বিবিসির ওয়েবসাইট ক্র্যাশ করার কথা এক টুইটার বার্তায় নিশ্চিত করেন বিবিসি নিউজ ওয়েবসাইটের সম্পাদক স্টিভ হারমান।
বিবিসি ওয়েবসাইটটি চালু হলেও এখনও চালু হয়নি আইপ্লেয়ার সার্ভিস। সার্ভিসটি যতো দ্রুত সম্ভব চালু করার জন্য ইঞ্জিনিয়াররা কাজ করছেন বলেই জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন