রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

উদ্ধারকারীদের দেখলেই জড়িয়ে ধরে রানি অ্যাবি

উদ্ধারকারীদের দেখলেই জড়িয়ে ধরে রানি অ্যাবি


উদ্ধারকারীদের দেখলেই জড়িয়ে ধরে রানি অ্যাবি

প্রাণী হিসেবে ক্যাঙ্গারু খুব ভদ্র ও মায়াবী। আবেগ প্রকাশের ক্ষেত্রে তারা মাঝে মাঝে মানুষের মতো আচরণ করে। ক্যাঙ্গারুরা কতটা মায়াবী তার প্রমাণ মিলে ২০১৭ সালে। ওই সময় সিরিজ ইউটিউব ভিডিওতে ১৩ বছরের একটি নারী ক্যাঙ্গারুকে দেখা যায়। ওই ক্যাঙ্গারুটির নাম কুইন অ্যাবি। যাকে তারা উদ্ধার করেছে তাদের দেখলেই জড়িয়ে ধরে সে। মাত্র ৫ মাস বয়সে তাকে উদ্ধার করা হয়। সেসময় তার বাবা-মা মারা গিয়েছিল। এখন রানি অ্যাবি আছে মধ্য অস্ট্রেলিয়ার একটি ক্যাঙ্গারুর অভয়ারন্যে। এখানে বৃদ্ধ ও এতিম শিশু ক্যাঙ্গারুদের বিশেষ যত্ন নেয়া হয়। ১৮৮ একর জমিতে প্রতিষ্ঠিত এ অভয়ারণ্যে পর্যটকদের যাওয়ারও ব্যবস্থা রয়েছে। সেই অভয়ারণ্যে যারাই যত্ন নেয় তাদের সঙ্গেই বিশেষ সম্পর্কে তৈরি করে ফেলে অ্যাবি। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সেই অভয়ারণ্যে আছে অ্যাবি। অভয়ারণ্যে যারা কাজ করেন তাদের ভালো করেই চিনে সে। পরিচিত লোক দেখলেই জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে অ্যাবি। 

পাখির গলায় সাইরেনের আওয়াজ! (ভিডিও)

পাখির গলায় সাইরেনের আওয়াজ! (ভিডিও)

পাখির গলায় সাইরেনের আওয়াজ! (ভিডিও)
সংগৃহীত ছবি

দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশের সাইরেন দক্ষিণ–পূর্ব অস্ট্রেলিয়ার মানুষ কান হাত দিয়ে চেপেও তার আওয়াজ শুনতে পাচ্ছে। এমনই সময় একটি ম্যাগপাই পাখি শিষ দিয়ে গান গাইছে। কিন্তু তার গানের সুরেও ওই সাইরেনের আওয়াজ।
গত ৩ জানুয়ারি লুপ্তপ্রায় প্রজাতিবিষয়ক সাবেক কমিশনার ফেসবুকের গ্রুপ ‘অস্ট্রেলিয়ান নেটিভ বার্ড’– এ‌ একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়- একটি ম্যাগপাই পাখি নিজের আনন্দে সাইরেনের সুর নকল করে শিষ দিচ্ছে। এতবার সে এই আওয়াজ শুনতে পেয়েছে যে তার মাথায় গেঁথে গেছে সুরটা।
তিনি লিখলেন, ‘আজ একটি অস্ট্রেলিয়ান ম্যাগপাইয়ের সঙ্গে দেখা হল নিউক্যাসেলে। সে দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্সের আওয়াজের নকল করা শিখে গেছে’। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ২,৬০০– এর বেশিবার শেয়ার হয়ে গেছে।
অস্ট্রেলিয়ার ভায়নক দাবানলে পুড়ছে ১,৩০০ টি ঘর, ৩.৬ মিলিয়ন হেক্টর জমি। পশুপাখি ভয়ে পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ধ্বংস হয়ে গেছে কত কত গাছ! অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ‘আপতকালীন পরিস্থিতি’– এর ঘোষণা করে দেয়া হয়েছে।‌
এই পরিস্থিতিতে ম্যাগপাইটি যেন তার গান দিয়া সতর্ক করে দিচ্ছে পৃথিবীর মানুষকে। বলতে চাইছে, এবার তোমরা সাবধান হও। এই পৃথিবীকে বাঁচাও। আবহাওয়ার পরিবর্তন একদিন সবাইকে এভাবে শেষ করে দেবে। নিউ সাউথ ওয়েলস সরকার জানিয়েছে, ম্যাগপাই ৩৫ প্রকার পাখির গান নকল করতে পারে। এছাড়া পশুদের আওয়াজও সে শুনে শুনে শিখে নেয়। তার মধ্যে কুকুর, ঘোড়া, মানুষ সবাই আছে। 
ভিডিও:

বিশ্বের সবচেয়ে বড় ফুল, দৈর্ঘ্য সাড়ে তিন ফুট

বিশ্বের সবচেয়ে বড় ফুল, দৈর্ঘ্য সাড়ে তিন ফুট

বিশ্বের সবচেয়ে বড় ফুল, দৈর্ঘ্য সাড়ে তিন ফুট

ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় ফুলের দেখা মিলেছে। বৃহদাকৃতির লাল রঙের সাদা ছোপ ছোপ দাগ যুক্ত ফুলটির নাম রাফলেসিয়া তুয়ান-মুদাই। এটি রাফলেসিয়া পরিবারভুক্ত একটি ফুল। সম্প্রতি ফোটা এ ফুলটির আকার ১১১ সেন্টিমিটার (৩.৬ ফুট)। কয়েক বছর আগে একই জাতের ফুলের দেখা মিলেছিল ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার জঙ্গলে। সে ফুলটির আকৃতি ছিল ১০৭ সেন্টিমিটার।
সুমাত্রার আগাম কনজারভেশন সংস্থার আদে পুত্রা বলেছেন, এখন পর্যন্ত নজরে আসে সবগুলো রাফলেসিয়া তুয়ান-মুদাইয়ের মধ্যে এটিই সবচেয়ে বড়। এটি সপ্তাহ ধরে সতেজ থাকে এরপরই এটি শুকিয়ে পঁচে নষ্ট হয়ে যায়।
ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্যার স্টামফোর্ড রাফালেসের নাম অনুসারে এ ফুলের নাম রাফলেসিয়া রাখা হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে এ জাতের ফুলের দেখা মিলে। এর আগে ফিলিপাইনে ১০০ সেন্টিমিটার আকৃতির রাফলেসিয়া ফুলের দেখা মিলেছিল।

এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক অতঃপর...

এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক অতঃপর...

এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক! অতঃপর...

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় সাত বছরের এক বালক অ্যাপলের ‘এয়ার পড’ গিলে ফেলেছে। তাকে ভর্তি করা হয়েছে আটলান্টার একটি শিশু হাসপাতালে।
চিকিৎসকরা এক্স-রে করে দেখেন শিশুর পেটে যে অবস্থায় ‘এয়ার পড’টি রয়েছে, আশঙ্কার কারণ নেই। অস্ত্রোপচারেরও প্রয়োজন নেই। প্রাকৃতিকভাবেই এয়ার পডটি শরীর থেকে বেরিয়ে যাবে। এরপরই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
শিশুর মা কায়রা স্ট্রাউড জানান, এয়ার ফোন পেটে থাকালীন কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। নিয়ম মতো খাওয়া দাওয়া করছে। কিন্তু এই ঘটনায় তাঁর ছেলে লজ্জিত বলে স্ট্রাউড জানান। তবে, এমন ঘটনা প্রথম নয়। এর আগে তাইওয়ানের এক ব্যক্তি এয়ার পড গিলে ফেলেন। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত সক্রিয় ছিল এয়ার ফোনটি।

হিংস্র হাঙরের সঙ্গে ডুবুরির নাচ ভাইরাল! (ভিডিও)

হিংস্র হাঙরের সঙ্গে ডুবুরির নাচ ভাইরাল! (ভিডিও)

হিংস্র হাঙরের সঙ্গে ডুবুরির নাচ ভাইরাল! (ভিডিও)

পানির মধ্যে থাকা হিংস্র হাঙরকে দূর থেকে দেখতে বেশ ভাল লাগে। কিন্তু সেই হিংস্র হাঙরের কাছে যাওয়ার সাহস কী সকলের থাকে? সেই অসম সাহসের কাজ করে দেখালেন এক স্কুবা ডাইভার। তবে শুধু হাঙরের কাছেই যাননি, রীতিমতো তাকে জড়িয়ে ধরে নাচও করেছেন। পানির তলায় হিংস্র হাঙরের সঙ্গে সেই ডাইভারের নাচ দেখে ইন্টারনেট ব্যবহারকারীদের চোখ কপালে ওঠার মতো।
ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, পানির তলায় নেমেছেন ওই স্কুবা ডাইভার। সেখানে ঘুরে বেড়াচ্ছে প্রচুর মাছ। তারই মধ্যে একটি হাঙরকে জড়িয়ে ধরে বলরুম ডান্স করছেন তিনি। তার এক হাত হাঙরের পিঠে। অপর হাতে ধরে আছেন হাঙরের একটি পাখনা। সেই ভাবেই চলছে নাচ। যদিও এই ঘটনা কোনো সমুদ্রের তলায় ঘটেনি। ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। সেখানকার প্ল্যানেট নেপচুন ওসিয়ানেরিয়ামের অ্যাকোয়ারিয়ামের ভিতর হাঙরের সঙ্গে নেচেছেন ওই ডাইভার