উদ্ধারকারীদের দেখলেই জড়িয়ে ধরে রানি অ্যাবি
প্রাণী হিসেবে ক্যাঙ্গারু খুব ভদ্র ও মায়াবী। আবেগ প্রকাশের ক্ষেত্রে তারা মাঝে মাঝে মানুষের মতো আচরণ করে। ক্যাঙ্গারুরা কতটা মায়াবী তার প্রমাণ মিলে ২০১৭ সালে। ওই সময় সিরিজ ইউটিউব ভিডিওতে ১৩ বছরের একটি নারী ক্যাঙ্গারুকে দেখা যায়। ওই ক্যাঙ্গারুটির নাম কুইন অ্যাবি। যাকে তারা উদ্ধার করেছে তাদের দেখলেই জড়িয়ে ধরে সে। মাত্র ৫ মাস বয়সে তাকে উদ্ধার করা হয়। সেসময় তার বাবা-মা মারা গিয়েছিল। এখন রানি অ্যাবি আছে মধ্য অস্ট্রেলিয়ার একটি ক্যাঙ্গারুর অভয়ারন্যে। এখানে বৃদ্ধ ও এতিম শিশু ক্যাঙ্গারুদের বিশেষ যত্ন নেয়া হয়। ১৮৮ একর জমিতে প্রতিষ্ঠিত এ অভয়ারণ্যে পর্যটকদের যাওয়ারও ব্যবস্থা রয়েছে। সেই অভয়ারণ্যে যারাই যত্ন নেয় তাদের সঙ্গেই বিশেষ সম্পর্কে তৈরি করে ফেলে অ্যাবি। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সেই অভয়ারণ্যে আছে অ্যাবি। অভয়ারণ্যে যারা কাজ করেন তাদের ভালো করেই চিনে সে। পরিচিত লোক দেখলেই জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে অ্যাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন