রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক অতঃপর...

এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক অতঃপর...

এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক! অতঃপর...

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় সাত বছরের এক বালক অ্যাপলের ‘এয়ার পড’ গিলে ফেলেছে। তাকে ভর্তি করা হয়েছে আটলান্টার একটি শিশু হাসপাতালে।
চিকিৎসকরা এক্স-রে করে দেখেন শিশুর পেটে যে অবস্থায় ‘এয়ার পড’টি রয়েছে, আশঙ্কার কারণ নেই। অস্ত্রোপচারেরও প্রয়োজন নেই। প্রাকৃতিকভাবেই এয়ার পডটি শরীর থেকে বেরিয়ে যাবে। এরপরই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
শিশুর মা কায়রা স্ট্রাউড জানান, এয়ার ফোন পেটে থাকালীন কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। নিয়ম মতো খাওয়া দাওয়া করছে। কিন্তু এই ঘটনায় তাঁর ছেলে লজ্জিত বলে স্ট্রাউড জানান। তবে, এমন ঘটনা প্রথম নয়। এর আগে তাইওয়ানের এক ব্যক্তি এয়ার পড গিলে ফেলেন। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত সক্রিয় ছিল এয়ার ফোনটি।

কোন মন্তব্য নেই: