সমাধিক্ষেত্রে জায়গা নেই, লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে শহরের বাইরে
ইতালির শহর বারগেমোতে মহামারী করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। শহরটিতে এত মানুষের মৃত্যু হয়েছে যে সমাধিক্ষেত্রে আর জায়গা অবশিষ্ট নেই। তাই বাধ্য হয়ে শহর কর্তৃপক্ষ মরদেহগুলো শহরের বাইরে পাঠিয়ে দিচ্ছে। বারগেমো শহরের বাইরে যেসব শহরের সমাধিক্ষেত্রে এখনো জায়গা খালি আছে সেখানে ওই মরদেহগুলো সমাধিস্থ করা হবে। মরদেহ পরিবহনে অংশ নিয়েছে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি।
বারগেমো শহরের মেয়র জিওর্জিও গোরি বলেছেন, করোনায় মৃত্যুর সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি হতে পারে। কারণ অনেকে টেস্ট করার আগেই মারা গেছে।
বারগেমো শহরের সমাধিক্ষেত্র ২৪ ঘণ্টাই মরদেহ সমাধিস্থ করার কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: স্কাই নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন