নতুন ফিচার বিড়ম্বনায় ফেইসবুক ব্যবহারকারী
সোসাল
নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার চালু করেছে যা
সম্পর্কে অধিকাংশ সময়েই ব্যবহারকারীদের জানানো হচ্ছে না। এর মধ্যে রয়েছে,
প্রোফাইল মালিককে না জানিয়েই তার ইমেইল আইডি পাল্টে দেয়ার মতো ঘটনাও। খবর
এবিসি নিউজের।
ফেইসবুকের নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে ফ্রেন্ডসেক বা
ফাইন্ড ফ্রেন্ডস। তবে ফেইসবুকের ইমেইল আইডি পরিবর্তনটি এর ব্যবহারকারীদের
জন্য বিড়ম্বনা সৃষ্টি করছে। ফেইসবুক তার ব্যবহারকারীর আসল ইমেইল আইডি সরিয়ে
সেখানে [নাম]@ফেইসবুক.কম -এধরনের একটি আইডি সেট করে দিচ্ছে। ব্যবহারকারীকে
এ সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না। এতে প্রোফাইলের সব মেসেজ চলে যাচ্ছে ওই
আইডিতে।
এ নতুন পদ্ধতিটি অনেক ব্যবহারকারীর কাছেই বিরক্তিকর মনে
হচ্ছে। কিভাবে ফেইসবুকের আইডি পরিবর্তন করে আসল আইডি ব্যবহার করা যায়, তা
নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন ব্যবহারকারীরা।
ফেইসবুকের এ নতুন
ফিচার সম্পর্কে এক স্টেটমেন্টে বলা হয়, ‘আমরা ব্যবহারকারীদের নিজস্ব
ফেইসবুক ইমেইল আইডি দিচ্ছি, যেন আরও সহজে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। তবে
তারা এ আইডি ব্যবহার করবে কিনা, তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার।’
ফেইসবুকের
নতুন আইডি বদলে পুরনো আইডি রাখতে হলে প্রোফাইলের আপডেট ইনফো অপশনে ক্লিক
করতে হবে। ইনফো পেইজে কন্টাক্ট ইনফো বক্সের এডিট বাটনে ক্লিক করে সেখানে
নতুন ফেইসবুক আইডির পাশাপাশি পুরনো আইডিও দেখা যাবে। নতুন আইডির পাশের ড্রপ
ডাউন থেকে হিডেন ফ্রম টাইমলাইন অপশন সিলেক্ট করতে হবে এবং পুরনো আইডির
পাশের ড্রপ ডাউন থেকে শো ইন টাইমলাইন অপশন সিলেক্ট করে সেভ ক্লিক করতে হবে।
পাশাপাশি
আরেকটি পরিবর্তন করা হয়েছে ফেইসবুক ইউআরএল অ্যাড্রেসে। এখন অ্যাড্রেসের
শেষে নিজের নাম এবং যদি একই নামের একাধিক ব্যবহারকারী থাকেন তবে নামের পর
একটি নম্বরও থাকবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি