রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

বিশ্বের সবচেয়ে পুরনো ডিজিটাল সুপারকম্পিউটার ‘হারওয়েল ডিকাটরন’ সংস্কারের পর সাংবাদিকদের সামনে রিবুট করলো ইংল্যান্ডের মিউজিয়াম অফ কম্পিউটিং কর্তৃপক্ষ। খবর ইয়াহু নিউজ-এর।

১৯৫১ সালে ব্রিটিশদের তৈরি সুপারকম্পিউটারটি গত তিন বছর ধরে সংস্কার করলো ইংল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিং। সম্প্রতি কর্তৃপক্ষ সুপার কম্পিউটারটি সাংবাদিকদের সামনে রিবুট করেন।

অনেকটা গ্যারেজের দরজার মতো আকারের কম্পিউটারটির ওজন আড়াই টন। দেখতে অনেকটা সায়েন্স ফিকশনের কম্পিউটারের মতো। সাইজটাও বিশাল। গাণিতিক কাজের জন্যে কম্পিউটারটি তৈরি করা হয়েছিলো। ১০ সেকেন্ডেরও কম সময়ে এটি দু’টি সংখ্যা গুণ করতে পারে।

কম্পিউটারটির রিস্টোরেশন এক্সপার্ট কেভিন মোরিল জানান, এটি যুক্তরাজ্যের পারমাণবিক গবেষণার জন্য নির্মাণ করা হয়েছিলো। কম্পিউটারটির গতি কম হলেও এটি হিসাব-নিকাশে নির্ভুল বলে জানিয়েছেন মোরিল।

যদি রোবট দখল করে নেয় পৃথিবী!

যদি রোবট দখল করে নেয় পৃথিবী!

বুদ্ধিমান যন্ত্র কি কখনো টার্মিনেটর মুভির মতো দখল করে নিতে পারে পৃথিবী, নাকি শুধু সায়েন্স ফিকশনেই এটি সম্ভব? বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কেমব্রিজ ইউনিভার্সিটি এ বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর ইয়াহু নিউজ-এর।

ব্রিটেনের কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো অত্যন্ত বুদ্ধিমান প্রযুক্তি থেকে মানুষের ওপর আসা সম্ভাব্য হুমকি নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আগামী বছর থেকে ইউনিভার্সিটির প্রস্তাবিত সেন্টার ফর দি এক্সিসটেনসিয়াল রিস্ক এধরনের যন্ত্রসৃষ্ট সম্ভাব্য বিপদ নিয়ে গবেষণা করবে।

কেমব্রিজের দর্শন বিষয়ের অধ্যাপক হুউ প্রাইস জানান, ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একথা নিশ্চিত করেই বলা যায় যে, এই শতাব্দী বা আগামী শতাব্দীতে বুদ্ধিমত্তা বায়োলজির সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে। তারপর আমরা আর সবচেয়ে বুদ্ধিমান থাকবো না।’

মানুষের সৃষ্ট মেশিন তাদের নির্ধারিত সীমা লক্সঘন করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বা মানুষের ক্ষতি করছে, বিষয়টি বহুদিন ধরেই সায়েন্স ফিকশনের অন্যতম একটি বিষয়। ‘২০০১: এ স্পেস ওডিসি’ এ ধরনের একটি উল্লেখযোগ্য মুভি।

প্রাইস আরো জানান, ‘বিষয়টিকে অত্যন্ত হালকা মনে হলেও আমাদের সঠিকভাবে জানা নেই বিষয়টি ঠিক কতোটা বিপজ্জনক।’

পকেট সাইজ ভার্চুয়াল কি-বোর্ড আসছে ডিসেম্বরে

পকেট সাইজ ভার্চুয়াল কি-বোর্ড আসছে ডিসেম্বরে

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাজারে আসছে ব্লুটুথ সংযুক্ত ভার্চুয়াল কিবোর্ড। ল্যাপটপ ও স্মার্টফোনে ব্যবহার উপযোগী এ কি-বোর্ডে লেজার রশ্মি ব্যবহার করা হয়েছে। খবর ম্যাশএবল-এর।

মোবাইল ফোনের কি-বোর্ডের মতো ছোট কি-বোর্ডে টাইপিং জটিলতা দূর করতে পকেট সাইজ লেজার কি-বোর্ড আনছে নির্মাতা ব্রুকস্টোন। ৯৯ ডলারে এ কি-বোর্ড যে কোনো সমতল জায়গায় ব্যবহার করা যাবে। ব্লুটুথ বা ইউএসবির মাধ্যমে ল্যাপটপ বা স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে। এতে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিলে এর মাধ্যমে ২ ঘণ্টা টাইপ করা যাবে।

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অ্যানোনিমাস

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অ্যানোনিমাস

ইসরায়েলি ওয়েবসাইটের ওপর সিরিজ সাইবার আক্রমণ চালাচ্ছে আন্তর্জাতিক হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। অ্যানোনিমাসের সাইবার আক্রমণে বন্ধ হয়ে গিয়েছে একাধিক ইসরায়েলি ওয়েবসাইট এবং অন্যান্য ওয়েবসাইটগুলোর হোম পেইজে শোভা পাচ্ছে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে লেখা মেসেজ। খবর বিবিসির।

গাজায় ইসরায়েলের হামলার উত্তরে দেশটির বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে হ্যকারদের সংগঠনটি। অ্যানোনিমাস জানিয়েছে, ইসরায়েল গাজাড টেলিকমিউনিকেশন ব্যবস্থা বন্ধ করে দেবার হুমকি দিলে ‘অপইসরায়েল ক্যাম্পেইন’ অভিযান শুরু করে তারা।

আরোনরিলেশনস ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতি অ্যানোনিমাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা অ্যানোনিমাস এবং আমাদের চোখের সামনে কেউ ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না।’

ওই বিবৃতিতে ইসরায়েল গাজার ওপর আক্রমণ বন্ধ না করলে এবং টেলিকমিউনিশেন ব্যবস্থা বন্ধ করে দিলে ফলাফল ভালো হবে না বলে হুশিয়ার করে দেয় অ্যানোনিমাস। অন্যথায় ইসরায়েল অ্যানোনিমাস সদস্যদের রোষের মুখে পড়বে বলে জানিয়েছে তারা।

ওই বিবৃতিটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অ্যানোনিমাস ৮৭টি ইসরায়েলি ওয়েবসাইটের নাম প্রকাশ করে। এর মধ্যে অনেকগুলো ওয়েবসাইটের হোম পেইজ পাল্টে সেখানে ফিলিস্তিন এবং হামাসের প্রতি সমর্থন জানিয়ে লেখা মেসেজ পোস্ট করে অ্যানোনিমাস হ্যাকাররা।

একই সময়ে গাজার টেলিকমিউনিকেশন ব্যবস্থা এবং ইন্টারনেট অচল হয়ে পড়লে যোগাযোগের জন্য একাধিক বিকল্প মাধ্যমও বাতলে দিয়েছে অ্যানোনিমাস।

হ্যাকারদের আক্রমণে ইসরায়েলি উপ প্রধানমন্ত্রী

হ্যাকারদের আক্রমণে ইসরায়েলি উপ প্রধানমন্ত্রী

হ্যাক হয়েছে ইসরায়েলি উপ প্রধানমন্ত্রী সিলভান শালোমের ফেইসবুক, টুইটার এবং ইমেইল অ্যাকাউন্ট। ইসরায়েলি উপ প্রধানমন্ত্রীর সোশ্যাল নেটওয়ার্কিং এবং ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দায় স্বীকার করে নিয়েছে হ্যাকারদের সংগঠন ‘জিকোম্পানি হ্যাকিং ক্রু’ (জেডএইচসি)। গাজায় সামরিক হামলার প্রতিবাদ হিসেবে ইসরায়েলি উপ প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকারদের সংগঠনটি। খবর বিবিসির।

জেডএইচসি জানিয়েছে, খুব শিগগিরই শালোমের ইমেইল অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত এবং রাজনৈতিক ইমেইলগুলো ইন্টারনেটে ফাঁস করে দেবে তারা।

হ্যাক হবার পর টানা কয়েক ঘণ্টা উপ প্রধানমন্ত্রী শালোমের টুইটার এবং ফেইসবুক অ্যাকাউন্টে হ্যাকারদের ফিলিস্তিন ও গাজাকে সমর্থন জানিয়ে লেখা একাধিক পোস্ট শোভা পায়। শালোমের ফেইসবুক পেইজে ‘ফ্রি প্যালেস্টাইন’ শ্লোগান লেখা ছবিও পোস্ট করে তারা। পরে পেইজটি বন্ধ করে দেয়া হয়।

গাজায় সামরিক হামলা শুরু করার পর একের পর এক সাইবার আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েল। গাজায় টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেবার হুমকির পর সাম্প্রতিক সময়ে পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে অনলাইন বিভীষিকা হয়ে দাঁড়ানো হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাসের রোষের মুখে পড়ে ইসরায়েল। অ্যানোনিমাস আক্রমণে বন্ধ হয়ে যায় ইসরায়েল সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইটের তালিকায় ছিলো ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও।

সর্বশেষ দেশটির উপ প্রধানমন্ত্রী সিলভান শালোমের ওপর সাইবার আক্রমণের মাধ্যমে ইসরায়েল বিরোধী সাইবার যুদ্ধে যোগ দিলো জেডএইচসি।