১৯০০ সাল থেকে এ পর্যন্ত ১শ’ ১২ বছরে ঘটা সবচেয়ে ভয়াবহ ১০টি ভূমিকম্পের খবর জানাচ্ছে এনডিটিভি। ভূমিকম্পের মাত্রার ওপর ভিত্তি করে ঘটনাগুলোকে পরপর সাজানো হয়েছে।
১৯৬০ সালের ২২ মে চিলির সান্টিগো ও কনসেপসিওতে আঘাত হানে ৯ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এর প্রভাবে তীব্র জোয়ার ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পাশাপাশি প্রায় ৫ হাজার মানুষ নিহত ও ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।
আলাস্কায় ১৯৬৪ সালের ২৮ মার্চ বড় ধরনের এক ভুমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে ১২৫ জন নিহত ও প্রায় ৩১ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ধারণ করা হয় ৯ দশমিক ২। এ ভূমিকম্পে আলাস্কার বৃহত্তর অংশ ছাড়াও কেঁপে ওঠে পশ্চিমাঞ্চলীয় ইয়ুকন অঞ্চল ও কানাডার ব্রিটিশ কলাম্বিয়া।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর আঘাত হানে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। এর প্রভাবে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত ও আরো নয়টি দেশে ২ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়।
১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়ায় ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় সুনামি ঘটলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ভূমিকম্পে হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি আঘাত হানে।
জাপানের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে ২০১১ সালের ১১ মার্চ। ৯ মাত্রার এ ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে চেরোনোবিল ঘটনার ২৫ বছর পর বিশ্বে পরমাক্ষু ক্ষেত্রে বড় ধরনের সংকট দেখা দেয়। ওই ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়।
২০১০ সালের ২৭ ফেব্র“য়ারি চিলিতে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে ৫শ’রও বেশি মানুষ নিহত ও প্রায় ৩০বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।
১৯০৬ সালে ইকুয়েডর ও কলাম্বিয়ার উপকূলীয় এলাকাতেও ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মধ্য আমেরিকার উপকূলীয় এলাকা ছাড়াও সানফ্রান্সিসকো ও পূর্ব জাপানও এ ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্প ও এর পরবর্তী সুনামিতে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়।
২০১২ সালের ১১ এপ্রিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশসহ সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
১৯৬৫ সালের ৪ ফেব্রুয়ারি আলাস্কাতে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়।
২০০৫ সালের ২৮ মার্চ সুমাত্রায় ভূমিকম্পের আঘাতে ১৩ লাখ মানুষের মৃত্যু হয়। রিখটাল স্কেলে এর মাত্রা ছিলো ৮ দশমিক ৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন