শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

মস্তিষ্কের বেশিরভাগ জিন একইভাবে সাজানো

মস্তিষ্কের বেশিরভাগ জিন একইভাবে সাজানো

ব্যক্তিত্বে পার্থক্য থাকলেও, মিল রয়েছে সব মানুষের মূল মলিকিউলার প্যাটার্নের। মানব মস্তিষ্কের গঠনের এই মিল বেরিয়ে এসেছে থ্রিডি জিন ম্যাপে। খবর বিবিসির।

মানব মস্তিষ্কের থ্রিডি জিন ম্যাপটি বিজ্ঞানীরা তৈরি করেছেন তিনটি মানব মস্তিষ্ক ব্যবহার করে। মস্তিষ্কগুলো প্রথমে কেটে ৯০০টি ছোট ভাগে ভাগ করা হয়। এরপর ওই ছোট অংশগুলো থেকে তোলা মস্তিষ্কের জিন গঠনের ১০ কোটি থ্রিডি ছবি দিয়ে তৈরি হয় মস্তিষ্কের জিন ম্যাপ।

মস্তিষ্কের জিন ম্যাপ নিয়ে গবেষণাটি করছেন সিয়াটলের অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেইন সায়েন্স এবং এডিনবরা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তারা বলছেন, জেনেটিক ডিসঅর্ডার কিভাবে মস্তিষ্কে রোগ সৃষ্টি করে, তা বুঝতে সাহায্য করবে তাদের গবেষণা।

গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, মানব মস্তিষ্কে বেশিরভাগ জিন একইভাবে সাজানো। ব্যক্তিত্বের পার্থক্য থাকলেও সব মানুষের মস্তিষ্কের গঠনে রয়েছে ব্যাপক মিল।

অ্যালেন ইনস্টিটিউট অফ ব্রেইন সায়েন্সের প্রফেসর এড লিয়েন এ ব্যাপারে বলেন, ‘মানব মস্তিষ্কের জিন ম্যাপ থেকে পাওয়া তথ্য মস্তিষ্কের গঠন, উন্নতি, বিবর্তন এবং মস্তিষ্কের রোগের কারণ নিয়ে গবেষণায় সাহায্য করবে।’

কোন মন্তব্য নেই: