শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

শারীরীক লক্ষণ মনিটর করবে ইলেকট্রনিক স্কিন

শারীরীক লক্ষণ মনিটর করবে ইলেকট্রনিক স্কিন

রোগীর হৃদস্পন্দন এবং জীবনের চিহ্নগুলো মনিটর করার জন্য নমনীয় ইলেকট্রনিক স্কিন বানাচ্ছেন এমসি১০ নামে একটি প্রতিষ্ঠান এবং কেমব্রিজের বিজ্ঞানীরা। খবর টেক কার।

বলা হচ্ছে, পলিমার সাবস্ট্র্যাক্ট, মাইক্রোচিপ, এলইডি এবং ওয়্যারলেস প্রযুক্তির বদৌলতে মেডিক্যাল ডায়াগোনস্টিক ফিল্ড পুরোপুরি পাল্টে দিতে পারে এই নতুন ইলেকট্রনিক স্কিন।

এমসি১০-এর তৈরি ইলেকট্রনিক স্কিনটি এতোই নমনীয় যে, এটি বাঁকানো যায় এবং টেনে লম্বাও করা যায়। এর আগে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য যে ইলেকট্রনিক স্কিনগুলো তৈরি হয়েছিলো, সেগুলো বাঁকানো গেলেও টেনে লম্বা করা যেতো না।

স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিবকের সঙ্গে জুটি বেঁধে ইলেকট্রনিক স্কিন বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে এমসি১০-এর। জানা গেছে, ইলেকট্রনিক স্কিনটি ওয়্যারলেস পদ্ধতিতে রোগীর সার্বিক অবস্থা সম্পর্কিত তথ্য পাঠিয়ে দেবে স্মার্টফোনে।

এমসি১০-এর বিজ্ঞানীরা একটি নমনীয় বেলুন ক্যাথেটার তৈরির চেষ্টাও করছেন, যা ব্যবহার করে হাই রেজুলিউশন ম্যাপিংয়ের মাধ্যমে হৃদপিণ্ডের ক্ষতিগ্রস্ত টিস্যু চিহ্নিত করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই: