নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মনে হয় বিপাকেই
পড়ে গেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কারণ ৮-১৪টি নভোচারী পদের
জন্য আবেদন করে বসেছে প্রায় ২০,০০০ মানুষ। আরও সঠিকভাবে বলতে গেলে, ওই
পদগুলোর জন্য আবেদন করেছেন মোট ১৮,৩০০ জন।
মাত্র ৮-১৪টি পদের জন্য এত মানুষ আবেদন করে সংস্থাটির জন্যও নতুন রেকর্ড সৃষ্টি
করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। এর আগে ১৯৭৮ সালেও একই ধরনের পদে নিয়োগের
জন্য ৮,০০০ মানুষ আবেদন করেছিলেন, এতদিন সেটিই ছিল নাসার কাছে আসা সর্বোচ্চ আবেদন।
এত আবেদনের পেছনে সামাজিক মাধ্যমও বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে
বলে ধারণা করা হচ্ছে। নভোচারীর ওই ৮-১৪টি পদ পাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই নাসা
যা চেয়েছে সে যোগ্যতা থাকতে হবে। নাসার শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই মার্কিন নাগরিক
হতে হবে এবং প্রকৌশলবিদ্যা, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের
যেকোনো একটিতে ন্যূনতম স্নাতকধারী হতে হবে।
১৮,৩০০ জন থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে মাত্র কয়েকশ জনকে। যারা টিকে যাবেন,
নাসা তাদেরকে ক্যাপসুলে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ
দেবে। আবার তাদের নাসার ওরিয়ন মহাকাশযানেও পাঠানো হতে পারে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম
স্কাইনিউজ।
অবশ্য এত মানুষের আবেদনেও বিন্দুমাত্র অবাক হননি নাসা পরিচালক চার্লস বোল্ডেন।
এ প্রসঙ্গে বোল্ডেন বলেছেন, “ব্যক্তিগতভাবে বিভিন্ন পেশার মার্কিন নাগরিক যে আমাদের
মঙ্গল অভিযানের অংশ হতে চাচ্ছেন, সে বিষয়টি আমার কাছে বিন্দুমাত্র আশ্চর্যজনক মনে হয়নি।”
মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটির ২০৩০ সাল নাগাদ মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনা
রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন