প্লেস্টেশনে গেইমিং-এর অভিজ্ঞতাকে আরও
বেশি আনন্দদায়ক করতে এর জন্য ভিআর হেডসেট আনতে যাচ্ছে সনি। চলতি বছরের ১৫
মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যানসিসকো-তে অনুষ্ঠিতব্য গেইম
ডেভেলপারস কনফারেন্স-এ বিশেষ প্লেস্টেশন ভিআর ইভেন্ট আয়োজন করার ঘোষণা
দিয়েছে জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
বিলেতি ট্যাবলয়েড মিরর জানিয়েছে, গত দুই বছর যাবত এটি তৈরির কাজ চলে
আসছিল। তবে, এই ভিআর হেডসেটটি বিশেষভাবে শুধু প্লেস্টেশন ৪-এর জন্যই বানানো
হয়েছে। নতুন এই ভিআর হেডসেটের সাহায্যে এখন ৩ডি গেইম খেলা যাবে। তাই এটি
ব্যবহারকারীকে তার পছন্দের গেইমটির ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটিতে খেলার
অভিজ্ঞতা দেবে।
ভিআর হেডসেটে কোন কোন গেইম খেলা যাবে সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি সনি।
নতুন
এই ভিআর হেডসেটটির মূল্য কত হবে সে বিষয়েও এখনও নিশ্চিত করে কিছু বলা
হয়নি। তবে, বেশ কিছু তথ্য অনুযায়ী প্লেস্টেশন প্রধান অ্যান্ড্রু হাউজ-এর
মতে এর মূল্য হবে নতুন একটি গেইম কনসোলের সমান। মার্চের ওই ইভেন্টেই এর
মূল্য জানানো হতে পারে বলেও মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
ভিআর হেডসেটের
অপর দুই প্রতিদ্বন্দ্বী ফেইসবুকের মালিকানাধীন অকুলাস রিফট এবং এইচটিসি
ভাইভ। অকুলাস রিফট-এর মূল্য ১৪৯৯ মার্কিন ডলার এবং ভাইভের মূল্য ৬৮৯
ব্রিটিশ পাউন্ড ধরা হয়েছে। আর ভিআর হেডসেট যেহেতু প্লেস্টেশন ৪ এর
সমমূল্যের হবে তাই এর দাম ৩৪৯ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন