ইসরায়েলি সেনাদের ভুল দিক নির্দেশনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে গুগলের মালিকানাধীন ট্রাফিক অ্যাপ ‘ওয়েইজ’।
ওয়েইজ
হলো ইসরায়েলিদের বানানো একটি অ্যাপ। ২০১৩ সালে ৮৩.৫ কোটি ইউরো দিয়ে ভৌগলিক দিক
নির্দেশনা দানকারী ওই অ্যাপ কিনে নেয় গুগল। স্মার্টফোন বা
ট্যাবের জন্য প্রচলিত প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্যই এটি পাওয়া যায়।
এই
অ্যাপের
দেখানো দিক নির্দেশনা অনুযায়ী দুই ইসরায়েলি সৈন্য কালান্দিয়া ক্যাম্প
অঞ্চলের একটি নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েন। এর ফলে সেখানে বিশৃংখলা সৃষ্টি
হলে, পরে আরও ইসরায়েলি সৈন্য পাঠানোর পর সেখানে যুদ্ধ বেঁধে যায়।
এই
ঘটনায় একজন বাইশ বছর বয়স্ক পুরুষ মারা যান এবং এর সঙ্গে কয়েকজন আহত হন বলে
জানিয়েছে বিবিসি।
দেশটির
প্রতিরক্ষা মন্ত্রী মশে ইয়ালুন জানান, সৈন্যরা পথ খুঁজে
বার করতে ওয়েইজ ব্যবহার করে থাকেন। কিন্তু সেই সময় ওয়েইজ-এর একটি নিরাপত্তা ফিচার
বন্ধ ছিল।
ওয়েইজ
অ্যাপ কর্তৃপক্ষ বলেছে, “ইসরায়েলিদের জন্য এই অ্যাপের সেটিংসে এমন একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে তারা খুব সহজে নিষিদ্ধ এবং
বিপদজনক রাস্তাগুলো চিহ্নিত করে দেখানো হয়। এই ক্ষেত্রে সেটিংটি বন্ধ ছিল, এর ফলে সৈন্যরা সঠিক পথ হারিয়ে
নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে ফেলেন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন