নিজেদের অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার
উইন্ডোজ ডিফেন্ডার-এর জন্য ‘অ্যান্টি-হ্যাকিং টুল’ নামে নতুন ফিচার যোগ
করতে যাচ্ছে মাইক্রোসফট। টুলটির সাহায্যে মাইক্রোসফট নিজ গ্রাহককে হ্যাকিং
বিষয়ে সতর্ক করতে পারবে।
শুধু সতর্ক করাই নয়, নতুন টুলটির সাহায্যে গ্রাহকদেরকে
সাইবার অপরাধীদের শনাক্ত করতে এবং আক্রমণ ছড়িয়ে পড়ার আগে তা ঠেকাতেও সহযোগিতা করবে
মাইক্রোসফট।
মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই
অ্যান্টি-হ্যাকিং টুলটি শতকোটিরও বেশি উইন্ডোজ ডিভাইসের তথ্য, আড়াই লাখ
ওয়েবসাইট ও দশ লাখ সন্দেহজনক ফাইল বিশ্লেষণ করেছে। কোনো গ্রাহকের উইন্ডোজ
ডিভাইসে সাইবার হামলার আভাস
পাওয়ামাত্র মাইক্রোসফটের তরফ থেকে টুলটির সাহায্যে গ্রাহককে জানিয়ে দেওয়া
হবে, তিনি সাইবার আক্রমণের শিকার হতে
যাচ্ছেন।
উদাহরণ হিসেবে বলা যায়, টুলটিতে অনেকটা হুট করেই ধরা পড়ল কোনো
সন্দেহজনক আইপি অ্যাড্রেস, মাইক্রোসফটের গ্রাহক নেটওয়ার্কের
ডিভাইসে যুক্ত হতে চাচ্ছে। বিষয়টি শনাক্ত হওয়া মাত্র টুলটি গ্রাহককে সতর্কবার্তা
জানাবে, যাতে তিনি সে ব্যাপারে সময় মতো ব্যবস্থা নিতে পারেন।
প্রতি সাইবার আক্রমণের পেছনে
কর্পোরেট গ্রাহকদের গড়ে এক কোটি ২০ লাখ ডলার খরচ হয়ে থাকে বলেই জানিয়েছে মাইক্রোসফট।
সাধারণত সাইবার আক্রমণ শনাক্ত করতে কর্পোরেট গ্রাহকদের গড়ে ২০০ দিন সময় ব্যয় হয়
এবং আরও ৮০ দিন ব্যয় হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে।
এ বিষয়ে মাইক্রোসফটের উইন্ডোজ প্রধান
টেরি মায়ারসন বলেন, “সবসময়ই এ ধরনের আক্রমণের আশঙ্কা রয়েছে, এখন আক্রমণ
শনাক্ত করার জন্য গতানুগতিক ২০০ দিন সময় ব্যয় না করে, এভাবে
খুব দ্রুত আক্রমণ শনাক্ত করা সম্ভব হবে।”
উইন্ডোজ ডিফেন্ডার-এর নতুন এই টুলটির সুবিধা, শুধু পিসি-তে উইন্ডোজ ১০ ব্যবহার করছেন এমন কর্পোরেট
গ্রাহকরা পাবেন।
পেন্টাগনের ৪০ লাখ কম্পিউটারে আগামী
১২ মাসের মধ্যে উইন্ডোজ ১০ ব্যবহার করা হবে এমন ঘোষণা আসার সপ্তাহ কয়েক পরেই
মাইক্রোসফট নতুন এই টুলটি আনার ঘোষণা দিয়েছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন