বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

এ বছরের দ্বিতীয় বার্ষিক গুগল সায়েন্স ফেয়ারের গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে ১৭ বছর বয়সি তরুণী ব্রিটনি ওয়েঙ্গার। খবর সিএনএন-এর।

স্কুলে ৭ম গ্রেডে পড়ার সময় থেকেই ব্রিটনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশুনা করছিলেন। তার বানানো কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে স্তন ক্যন্সার নির্ণয়ের প্রজেক্ট জিতে নেয় মেলায় সবচেয়ে বড় পুরস্কারটি।

প্রতি বছরই এ সায়েন্স ফেয়ারের আয়োজন করে গুগল। ভারত, ইউক্রেন, মাল্টা, সুইজারল্যান্ডসহ প্রায় ১০০টি দেশের হাজারো আগ্রহী এ ফেয়ারে নাম লেখায়। সেখান থেকে চূড়ান্তভাবে ১৫ জনকে নির্বাচন করা হয়। এরপর তিনটি বয়সের ভিত্তিতে নির্বাচন করা হয় বিজয়ী যাদের সঙ্গে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী।

ছোটদের গ্রুপ থেকে প্রথম পুরস্কার পায় ১৪ বছর বয়সি জোনা কন। কম্পনের সাহায্যে মিউজিক শোনার উপায় আবিষ্কার করে সে। এরপর ১৫ এবং ১৬ বছর বয়সি গ্রুপে স্পেনের কিশোর-কিশোরীদের একটি দলও পুরস্কার জিতে নেয়। তাদের প্রজেক্ট ছিলো পরিষ্কার পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণীদের নিয়ে।

এ প্রতিযোগিতাটি ১৩ থেকে ১৮ বছর বয়সি সবার জন্য উন্মুক্ত থাকে। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নাম নিবন্ধন করতে হয়। এরপর মে মাসে ফাইনালিস্টদের নাম প্রকাশ করা হয়। এ প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ীকে দেয়া হয় ৫০ হাজার ডলারের স্কলারশিপ এবং গ্যালাপাগোস আইল্যান্ড ভ্রমণের সুযোগ।

আসছে ম্যাকের নতুন ওএস 'মাউনটেইন লায়ন'

আসছে ম্যাকের নতুন ওএস 'মাউনটেইন লায়ন'

ম্যাক অপারেশন সিস্টেমের সর্বশেষ সংস্করণ ২৫ জুলাই বাজারে ছাড়বে অ্যাপল। ওএস এক্স মাউনটেইন লায়ন নামের এই সংস্করণটিতে সোসাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে যে কোনো কিছু শেয়ারের জন্য অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও এতে থাকবে স্মার্টফোনের আদলে তৈরি নোটিফিকেশন প্যানেল। খবর বিবিসির।

এর আগে, আইপ্যাড এবং আইফোনে ব্যবহৃত বিভিন্ন ফিচারের সমন্বয়ে অপারেটিং সিস্টেমটির আপডেটেড ভার্সন এ বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে ছাড়ে অ্যাপল। এবারের এ সংস্করণে আইক্লাউড ইন্টারনেট স্টোরেজ সার্ভিসের সাহায্যে যেকোনো কিছু আপলোড এবং সিনক্রোনাইজ করা যাবে। এ ছাড়াও এতে থাকছে আই মেসেজ সার্ভিস। এ সার্ভিসের সাহায্যে একটি ফার্মের সব কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে তথ্য আদান প্রদান করা যাবে এবং টুইটারে শেয়ার করা যাবে। এছাড়াও একটি অ্যাপ্লিকেশন থাকছে যার সাহায্যে বন্ধুদের মধ্যে ভিডিও গেইমের স্কোরের তুলনা করা যাবে।

ম্যাকের এ নতুন সংস্করণকে বাজারে টিকতে হলে পাল্লা দিতে হবে অক্টোবর মাসে বাজারজাতের প্রতীক্ষায় থাকা উইন্ডোজ ৮-এর সঙ্গে। মাইক্রোসফট এবার ব্যবহারকারীদের কম্পিউটার এবং ট্যাবলেট দু’টিতেই একই অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা দিচ্ছে। এতে কাজ করা আরও সুবিধাজনক হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি

বিষন্নতা বাড়ায় রাতের আলো

বিষন্নতা বাড়ায় রাতের আলো

সম্প্রতি এক গবেষণায় প্রাণী গবেষকরা বিষন্নতা বাড়ার জন্য রাতের অন্ধকারে টিভি বা কস্পিউটারের মনিটরের আলো বা ডিম লাইটের আলোকে দায়ী করেছেন। খবর টাইম অনলাইন-এর।

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে গবেষকরা কিছু সংখ্যক ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে দেখেন, যেসব ইঁদুরকে রাতে অস্পষ্ট আলোর মধ্যে রাখা হয়েছিলো কিছুদিনের মধ্যেই সেগুলোর মধ্যে বিষন্নতা দেখা দিয়েছে এবং সাধারণ আলোতে থাকা ইঁদুরের চেয়ে সেগুলোর কার্যক্ষমতাও কমে গেছে। পরীক্ষার পর গবেষকরা জানান, এ হেমস্টারদের মস্তিষ্কে যে ধরনের লক্ষণ দেখা গেছে, তার সঙ্গে মানুষের মস্তিষ্কের বিষন্নতার অনেকখানি মিল রয়েছে।

গবেষক ট্রেসি বেড্রোসিয়ান জানান, ‘যে সব ফল আমরা পেয়েছি, আমাদের জানা মতে, তার সঙ্গে মানুষের হতাশার অনেক মিল রয়েছে।’

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েসন কিছুদিন আগে জানায়, রাতের অন্ধকারে কৃত্রিম আলোকসজ্জা বা কম্পিউটার বা টিভি স্ক্রিনের আলো মানুষের মানসিক অবস্থায় পরিবর্তন আনতে পারে। রাতে ক্ষণস্থায়ী তীব্র আলো এ ধরনের বিষন্নতার সৃষ্টি করে। রাতে টিভি বা কম্পিউটার স্ক্রিনের আলো বা অন্যান্য ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে নির্গত আলো, গাড়ির হেডলাইটের আলো, কৃত্রিম আলোকসজ্জা, পাশের বাসার লাইটের আলো এমনকি রাতে ব্যবহৃত ডিম লাইটের আলোও বিষন্নতা বাড়ানোর কারণ।

৬০০০ কিলোমিটার যাত্রার শেষ পর্যায়ে সোলার প্লেন

৬০০০ কিলোমিটার যাত্রার শেষ পর্যায়ে সোলার প্লেন

জুন মাসে স্পেনের মাদ্রিদ থেকে আফ্রিকার মরক্কোয় উড়ে গিয়ে পৃথিবীর ইতিহাসে আন্তমহাদেশীয় ফ্লাইট সম্পন্ন করা প্রথম সোলার প্লেন হিসেবে নাম লিখিয়ে নিয়েছিলো সোলার ইমপালস। তবে আদতে তা ছিলো ৬ হাজার কিলোমিটারের যাত্রার অংশ মাত্র। মঙ্গলবার সুইজারল্যান্ডের পেয়ার্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার ইমপালস। সেখানে পৌঁছালেই শেষ হবে প্লেনটির দীর্ঘ যাত্রা। খবর গিজম্যাগ-এর।

ফ্রান্সের টুলুস ফ্র্যাঙ্কাজাল এয়ারপোর্ট থেকে ভোর ৫টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার প্লেনটি। টপকে যাবে আল্পস পর্বতমালা। মাটি থেকে প্রায় ১২০০০ ফিট উপর দিয়ে উড়ে যাবে প্লেনটি। আর সবকিছু পরিকল্পনা মেতাবেক হলে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ডে অবতরণ করবে সন্ধা ৬টার পর।

২৪ মে তারিখে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ড থেকেই আন্তমহাদেশীয় যাত্রা শুরু করেছিলো সোলার ইমপালস। পুরো ৬ হাজার কিলোমিটারের যাত্রাপথকে ভাগ করা হয়েছিলো কম-বেশি ৮শ’ কিলোমিটারের ৮টি ভাগে। যাত্রাপথে ৪টি দেশে অবতরণ করেছিল সোলার ইমপালস।

শনিবার, ২১ জুলাই, ২০১২

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

৫ জুলাই সেকেন্ডের ভগ্নাংশের জন্য চালু হয়েছিলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার সিস্টেম। আর অল্প সময়েই ১.৮৫ মেগাজুল শক্তির ব্লাস্ট ছুঁড়ে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটি (এনআইএফ)-এর লেজার সিস্টেমটি। খবর ফক্স নিউজের।

ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত এনআইএফ লেজার সিস্টেমটিতে একসঙ্গে ১৯২টি লেজার বিম চালু করা হয়েছিলো, যা ১.৮৫ মেগাজুল শক্তির লেজার ব্লাস্ট ছুঁড়ে দেয় একটি নির্দিষ্ট লক্ষ্যে।

সবমিলিয়ে ৫ কোটি ওয়াটের বেশি শক্তি ছুঁড়ে দেয় লেজার ব্লাস্টটি, যা যে কোনো সময়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শক্তির তুলনায় ১০০০ গুণ বেশি।

এর আগে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ডটিও ছিলো এনআইএফ-এর দখলে। এ বছরের ১৫ তারিখে ১.৮ মেগাজুল শক্তির একটি লেজার ব্লাস্ট তৈরি করা হয়েছিলো।

লেজার ব্লাস্টটির জন্য ল্যাবরেটরিতে মারাত্মক বৈরি পরিবেশ তৈরি করেছিলেন বিজ্ঞানীরা, যা কেবল মহাকাশে দূর দূরান্তের নক্ষত্রে তৈরি হয়।

নিজেদের এই ঐতিহাসিক সাফল্যে যারপারনাই খুশি এনআইএফ বিজ্ঞানীরা। ‘পরিবশে বান্ধব ফিউশন শক্তি তৈরির লক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন এনআইএফ পরিচালক এডওয়ার্ড মোজেস।