বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

ম্যাপিং নিয়ে জোটবদ্ধ নোকিয়া-ওরাকল

ম্যাপিং নিয়ে জোটবদ্ধ নোকিয়া-ওরাকল

ম্যাপিং সার্ভিস নিয়ে নতুন চুক্তিতে আসছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া ও সফটওয়্যার ফার্ম ওরাকল। এর ফলে নোকিয়ার ম্যাপিং সার্ভিস ব্যবহারের সুযোগ পাবেন ওরাকলের ক্রেতারা। খবর রয়টার্স-এর।

২০০৮ সালে বিশ্বের বৃহত্তম ডিজিটাল ম্যাপিং ফার্ম নাভটেক কিনে নিয়েছিলো নোকিয়া। এরপর থেকে ম্যাপিং সার্ভিস দেয়ার জন্য গ্রুপঅন এবং অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ম্যাপিং সার্ভিস নিয়ে চুক্তিতে আসার চেষ্টা করছিলো নোকিয়া।

স্মার্টফোন বাজারে পিছিয়ে পড়লেও ম্যাপিং সার্ভিস দিয়ে সাফল্যের মুখ দেখেছে নোকিয়া। বিশ্বের তৃতীয় বৃহত্তম সফটওয়্যার ফার্ম ওরাকলের সঙ্গে নতুন চুক্তি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নোকিয়াকে।

সাউন্ড ব্যারিয়ার জয় করবেন বমগার্টনার

সাউন্ড ব্যারিয়ার জয় করবেন বমগার্টনার

ফুটন্ত জলের মতোই ফুটতে পারে তার রক্ত, বিস্ফোরিত হতে পারে মস্তিষ্ক। তার পরও ৮ অক্টোবর মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে লাফিয়ে পড়বেন ডেয়ার ডেভিল ফিলিক্স বমগার্টনার। সফল হলে তিনিই হবেন আকাশ থেকে লাফ দেয়া পৃথিবীর প্রথম সুপারসনিক গতির মানুষ। খবর ইয়াহু নিউজ-এর।

মাটি থেকে ২৩ কিলোমিটার উপরের একটি স্পেস ক্যাপসুল থেকে পৃথিবীর উদ্দেশ্যে লাফিয়ে পড়বেন বমগার্টনার। ওই ফ্রি ফলের সময় তার গতি ঘণ্টায় ৬৯০ মাইল ছাড়িয়ে যাবে বলেই ধারণা করছেন বমগার্টনার।

ফ্রি ফলের সময় বমগার্টনারের পরনে থাকবে প্রেশারাইজড স্পেস স্যুট ও একটি হেলমেট। চিকিৎসক, প্রকৌশলী বমগার্টনারের স্পন্সর রেড বুল টিমের সদস্যরা টানা পাঁচ বছর ধরে প্রস্তুতি নিয়েছেন বমগার্টনারের ফ্রি ফলটিকে যতোটা সম্ভব নিরাপদ করতে।

শরীরে মিশে যাবে ইলেকট্রনিক ডিভাইস!

শরীরে মিশে যাবে ইলেকট্রনিক ডিভাইস!

চিকিৎসা কাজে ব্যবহার করতে মার্কিন বিজ্ঞানীরা বানিয়েছেন নতুন একধরনের পাতলা ইলেকট্রনিক ডিভাইস, যা মানুষের শরীরের ভেতরে মিশে যাবে। এছাড়া কাটা ক্ষতের ইনফেকশন ঠেকাতে নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন তারা। খবর বিবিসির।

ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন সিলিকন ও ম্যাগনেশিয়াম অক্সাইড। আর বাইরের স্তর তৈরিতে ব্যবহার করা হয়েছে সিল্ক। শরীরে প্রতিস্থাপন করার কয়েক সপ্তাহের মধ্যেই শরীরে মিশে যাবে ডিভাইসগুলো।

ল্যাবরেটরিতে ৬৪ পিক্সেলের ক্যামেরা, সোলার সেল এবং টেমপারেচার সেন্সরে ডিভাইসগুলো নিয়ে গবেষণা করে দেখছেন তারা।

তবে ইউনিভার্সিটি অফ ইলিনয়েসের মেকানিকাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং-এর প্রফেসর জন রজার্সের মতে, চিকিৎসা কাজেই সবচেয়ে বেশি ব্যবহার হতে পারে এই প্রযুক্তি।

রজার্স বলেন, ‘অপারেশনের পর ক্ষতে ইনফেকশনের কারণে আবার হাসপাতালে ভর্তি হতে হয় অনেক রোগীকে। এ সমস্যা সমাধানে রোগীর শরীরে অপারেশনের সময় এধরনের ডিভাইস স্থাপন করা যেতে পারে।’

ইনফেকশন ঠেকাতে ডিভাইসগুলোর কার্যক্ষমতা পরীক্ষা করতে একটি ইঁদুরের ওপর পরীক্ষা চালান বিজ্ঞানীরা। ইঁদুরটির শরীরের ক্ষতস্থানে ডিভাইসটি প্রতিস্থাপন করেন তারা। ক্ষতস্থানটি উত্তপ্ত করে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকায় ডিভাইসটি, যা পরে গলে মিশে যায় ইঁদুরটির শরীরে।

কম্পিউটার আর মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক গ্যাজেটেও ব্যবহার করা সম্ভব ডিভাইসগুলো। এর ফলে নিত্যদিনের ব্যবহার্য গ্যাজেটগুলো হবে পরিবেশবান্ধব। ফেলে দেবার পর সহজেই পরিবেশের সঙ্গে মিশে যাবে গ্যাজটগুলোর অবশিষ্টাংশ।

বুধবার, ৩ অক্টোবর, ২০১২

আইফোন ফাইভের বিরুদ্ধে মামলা করলো স্যামসাং

আইফোন ফাইভের বিরুদ্ধে মামলা করলো স্যামসাং

অ্যাপলের আইফোন ফাইভে স্যামসাংয়ের আটটি পেটেন্ট লক্সঘন করা হয়েছে দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে স্যামসাং। খবর বিবিসির।

অ্যাপল ও স্যামসাং বিশ্বের বিভিন্ন দেশে গ্যালাক্সি ফোন ও গ্যালাক্সি প্যাডে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির পেটেন্ট নিয়ে পাল্টাপাল্টি মামলায় লিপ্ত। স¤প্রতি ক্যালিফোর্নিয়ার আদালতে অ্যাপলের পেটেন্ট লক্সঘনের অভিযোগে স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করা হয়েছে। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশে স্যামসাংয়ের পক্ষেও রায় হয়েছে। অগাস্টে স্যামসাংয়ের দু’টি ওয়্যারলেস কমিউনিকেশন পেটেন্ট লক্সঘন করার দায়ে অ্যাপলকে ৩৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে কোরিয়ান আদালত।

সূত্র জানিয়েছে, দু’টি ওয়্যারলেস কমিউনিকেশন পেটেন্টসহ অন্য ছয়টি বিতর্কিত ফিচার না সরালে স্যামসাং আইনের আশ্রয় নিয়ে আইফোন ফাইভ বিক্রি বন্ধের চেষ্টা করবে। বিভিন্ন ডিভাইসে মিউজিক এবং ভিডিও ফাইল সিনক্রোনাইজ, ফটো এবং ইন্টারনেটে ভিডিও প্রেরণের প্রক্রিয়ার পেটেন্ট নিয়ে এ মামলা করেছে স্যামসাং।

পেটেন্ট কনসালটেন্ট ফ্লোরিয়ান মুইলার তার ব্লগে বিতর্কিত পেটেন্ট সম্পর্কে জানান, স্যামসাং ফোরজি এলটিই প্রযুক্তিসহ প্রায় ৩০ হাজার মার্কিন পেটেন্ট-এর মালিক। এগুলোর ভিত্তিতেই পরবর্তী মামলা হতে পারে।

রিচার্ড পশনার যুক্তরাষ্ট্রে খুব অল্প সংখ্যক বিচারকদের একজন যিনি নিয়মিত ব্লগ লেখেন। তিনি সম্প্রতি তার ব্লগে উল্লেখ করেছেন, সেলফোন, ট্যাবলেট বা ল্যাপটপে প্রায় ১০ হাজার আলাদা উপাদান ব্যবহার করা হয়। এতে ব্যবহার করা হয় ছোট ছোট বহু সফটওয়্যার ও হার্ডওয়্যার। এর প্রত্যেকটি উপাদানই আলাদাভাবে পেটেন্টের উপযোগী।

ফোরজি মোবাইল নেটওয়ার্কে যাচ্ছে বৃটেন

ফোরজি মোবাইল নেটওয়ার্কে যাচ্ছে বৃটেন

বৃটিশ মোবাইল অপারেটররা নতুন চতুর্থ প্রজন্মের মোবাইল সার্ভিস শুরু করতে একমত হয়েছে। খবর বিবিসির।

বৃটিশ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ওটু ও ভোডাফোন দ্রুতগতির মোবাইল ডেটা লাইসেন্স নিয়ে অরেঞ্জ ও টিমোবাইল (ইই)-এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর ফলে, উচ্চগতির ডেটা সার্ভিস আগের পরিকল্পিত সময়ের ৬ মাস আগেই শুরু করা সম্ভব হবে।

বৃটিশ সংস্কৃতি মন্ত্রী মারিয়া মিলার বলেছেন, ‘ফোরজি সার্ভিস যতো দ্রুত সম্ভব চালু করা আমাদের অর্থনৈতিক পরিকল্পনার অন্যতম বিষয়’।

পুরো ফোরজি সার্ভিস শুরু করতে দেরি হবার অন্যতম কারণ ছিলো, টেলিভিশন ব্রডকাস্টারদের ব্যবহৃত অ্যানালগ স্পেকট্রাম। অ্যানালগ থেকে ডিজিটালে পরিবর্তন সরকারিভাবে হবে ২০১৩ সালের জানুয়ারিতে। তবে ফোরজি ফ্রিকোয়েন্সি আলাদাভাবে যথাসম্ভব দ্রুতগতিতে করা হবে বলে জানা গেছে।

অফকম এর সিইও এড রিচার্ডস বলেন ‘এ সিদ্ধান্তের ফলে অযাচিত বিলম্ব ঠেকানো গেছে। না হলে বহুদিন অপেক্ষা করতে হতো’।

এই মাসের শেষ নাগাদ ফোরজি সার্ভিস শুরু হবে যা ১৮০০ মেগাহার্টসে চলবে এবং শুরুতে ১৬টি শহরে সার্ভিস সীমাবদ্ধ থাকলেও ২০১৪ নাগাদ ৯৮% মোবাইল ব্যবহারকারীরা এর আওতায় আসবেন।