বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

ম্যাপিং নিয়ে জোটবদ্ধ নোকিয়া-ওরাকল

ম্যাপিং নিয়ে জোটবদ্ধ নোকিয়া-ওরাকল

ম্যাপিং সার্ভিস নিয়ে নতুন চুক্তিতে আসছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া ও সফটওয়্যার ফার্ম ওরাকল। এর ফলে নোকিয়ার ম্যাপিং সার্ভিস ব্যবহারের সুযোগ পাবেন ওরাকলের ক্রেতারা। খবর রয়টার্স-এর।

২০০৮ সালে বিশ্বের বৃহত্তম ডিজিটাল ম্যাপিং ফার্ম নাভটেক কিনে নিয়েছিলো নোকিয়া। এরপর থেকে ম্যাপিং সার্ভিস দেয়ার জন্য গ্রুপঅন এবং অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ম্যাপিং সার্ভিস নিয়ে চুক্তিতে আসার চেষ্টা করছিলো নোকিয়া।

স্মার্টফোন বাজারে পিছিয়ে পড়লেও ম্যাপিং সার্ভিস দিয়ে সাফল্যের মুখ দেখেছে নোকিয়া। বিশ্বের তৃতীয় বৃহত্তম সফটওয়্যার ফার্ম ওরাকলের সঙ্গে নতুন চুক্তি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নোকিয়াকে।

কোন মন্তব্য নেই: