ঢাকা,
অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেলাপোকা খাওয়ার এক প্রতিযোগিতায়
বিজয়ী হওয়ার কিছক্ষণের মধ্যেই মৃত্যুর কাছে হার মেনেছেন এডওয়ার্ড
আর্চবোল্ড নামের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা ।
শুক্রবার ফ্লোরিডা এক দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
ফ্লোরিডার ডেয়ারফিল্ড বিচে এক পোষা প্রাণীর দোকানে চলছিল পোকা খাওয়ার ওই প্রতিযোগিতা।
৩২
বছর বয়সী আর্চবোল্ড কয়েক ডজন তেলাপোকা খেয়ে ভিন্ন ধরনের এ প্রতিযোগিতায়
জয়ী হন। বিজয়ী হওয়ার কিছুক্ষণের মধ্যে দোকানেই অসুস্থ হয়ে পড়েন আর্চবোল্ড
আর কাউকে কোনো সুযোগ না দিয়েই পৃথিবীর মায়া ত্যাগ করেন।
তবে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি ৩০ জনের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।
‘বেন সিগেল রেপটাইল স্টোর’ নামের ওই দোকানের মালিক বেন সিগেল বলেন, “প্রতিযোগিতার আগে মোটেই অসুস্থ মনে হয়নি এডওয়ার্ডকে।”
বেন
জানান, এডওয়ার্ডের এক বন্ধু তাকে এ প্রতিযোগিতায় নিয়ে আসে। এর প্রথম
পুরস্কার ছিলো একটি অজগর সাপ। পুরস্কার জিতে সাপটি বন্ধুর কাছে বিক্রি করার
কথা ছিলো তার।
বেন সিগেলের আইনজীবী জানান, প্রতিযোগিতার
আগে এতে অংশগ্রহণের সব দায়দায়িত্ব নিজের বলে স্বীকার করে নিবন্ধনপত্রে
স্বাক্ষর করেন এডওয়ার্ডসহ অন্য সব প্রতিযোগী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন