বিবিসি, সিএনএন সাইটের বিরুদ্ধে অভিযোগ মাইক্রোসফটের!
ইন্টারনেটে অবৈধভাবে মাইক্রোসফটের কপিরাইট করা কনটেন্ট শেয়ারিং ঠেকাতে প্রতিষ্ঠানটির রয়েছে বিশেষ একটি সফটওয়্যার। অবৈধ কন্টেন্ট খুঁজে পেলেই ওয়েবপেইজটি সরিয়ে দিতে স্বয়ংক্রিয়ভাবে গুগলের কাছে আবেদন পাঠায় সফটওয়্যারটি। মাইক্রোসফটের ওই সফটওয়্যারের ভুলেই বিবিসি এবং সিএনএন-এর মতো সংবাদসংস্থার পেইজগুলো সার্চ ইঞ্জিন থেকে সরিয়ে ফেলার অনুরোধ চলে গিয়েছিলো গুগলের কাছে।
সফটওয়্যারটি একই রকম ভুল টেকডাউন রিকোয়েস্ট করেছিলো বাজফিড, হাফিংটন পোস্ট এবং টেকক্রাঞ্চের মতো ওয়েবসাইটের বিরুদ্ধে। অবশ্য গুগলের অনুমোদিত ওয়েবসাইটগুলোর তালিকায় বিবিসি থাকায় কোনো প্রভাব পড়েনি সংবাদ সংস্থাটির সাইটে। তবে এতে গুগলের লিস্ট থেকে সরে গেছে এএমসি থিয়েটার এবং রিয়ালক্লিয়ার পলিটিক্স-এর মতো ওয়েবসাইটগুলো।
এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন