বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

স্যামসাং আনছে গ্যালাক্সি এসথ্রি মিনি

স্যামসাং আনছে গ্যালাক্সি এসথ্রি মিনি

গ্যালাক্সি এসথ্রি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মিনি ভার্সন বাজারে আনছে স্যামসাং। খবর গার্ডিয়ান-এর।

অ্যাপলের আইফোন ফাইভের সঙ্গে প্রতিযোগিতায় স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি এসথ্রি মিনি। বৃহস্পতিবার ডিভাইসটি ইউরোপের বাজারে ছাড়বে বলে জানিয়েছে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে স্যামসাং একথা জানায়। নতুন ডিভাইসটির বাজার সম্ভাবনার কথা বলেন কোম্পানির হেড অফ মোবাইল কমিউনিকেশন জেকে শিন। তিনি বলেন, ‘ইউরোপের বাজারে চার ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনের চাহিদা অনেক। বাজার চাহিদার প্রেক্ষিতে গ্যালাক্সি এসথ্রি মিনি ডিভাইস আনা হচ্ছে। অনেকে একে এন্ট্রি লেভেলের ডিভাইস নামেও চেনেন। আমরা একে বলছি গ্যালাক্সি এসথ্রি মিনি ডিভাইস।’

স্মার্টফোনের সবধরনের ডিভাইসের বাজার ধরতে এ পদক্ষেপ নিয়েছে স্যামসাং। গত মাসে অ্যাপল আইফোন ফাইভ বাজারে ছাড়ে। তারই প্রেক্ষিতে স্যামসাং মে মাসে বাজারে নিয়ে আসা গ্যালাক্সি এসথ্রি ৪.৮ ইঞ্চি স্ক্রিনের ডিভাইসের মিনি ভার্সন বাজারে ছাড়বে বলে জানিয়েছে।

নোকিয়ার লুমিয়া সিরিজের সঙ্গে প্রতিযোগিতায় স্যামসাং মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ফোন ৮ সিস্টেমচালিত কয়েকটি ডিভাইস বাজারে ছাড়ছে। তার মধ্যে আছে ট্যাবলেট গ্যালাক্সি নোট টু।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

কোন মন্তব্য নেই: