নোবেল জিতলেন দুই স্টেম সেল বিজ্ঞানী
স্টেম সেল নিয়ে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতলেন ব্রিটিশ বিজ্ঞানী জন গর্ডন এবং জাপানী বিজ্ঞানী শিনয়া ইয়ামানাকা। নোবেল কমিটি জানিয়েছে, স্টেম সেল গবেষণায় বিপ্লব ঘটিয়েছেন এই দুই বিজ্ঞানী। খবর বিবিসির।১৯৬২ সালে প্রফেসর গর্ডন ব্যাঙের অন্ত্রের কোষ ব্যবহার করে ক্লোন করতে সক্ষম হন। সুস্থ-সবল ব্যাঙ হিসেবে বেড়ে ওঠে ক্লোনটি। মজার ব্যাপার হচ্ছে, ছোটবেলায় গর্ডন বায়োলজির সহজ জিনিষগুলো শিখতে পারছিলেন না। তিনি আর যাই হোন না কেন, বিজ্ঞানী হতে পারবেন না -এমনটাই মন্তব্য করেছিলেন তার স্কুল শিক্ষক।
৪০ বছর পর জাপানী বিজ্ঞানী প্রফেসর ইয়ামানাকা হাঁটেন একটু ভিন্ন পথে। ত্বকের কোষের সঙ্গে বাড়তি চারটি জিন যোগ করে তৈরি করেন স্টেম সেল। পরে ওই স্টেম সেলগুলো থেকে তৈরি করা সম্ভব হয় দেহের যেকোনো অঙ্গের কোষ।
নোবেল জয়ের পুরস্কার হিসেবে ৮০ লাখ ক্রোনার পাবেন এই দুই বিজ্ঞানী, যা ভাগাভাগি করে নিতে হবে তাদের। ১০ ডিসেম্বর স্টকহোমে পুরস্কার গ্রহণ করবেন এই দুই বিজ্ঞানী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন