Translate

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

রক্তে আঁকা চিত্রকর্ম নিয়ে হাজির হলেন মার্কিন শিল্পী

 
নিউ ইয়র্ক, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্ত, ঘাম ও অশ্রু দিয়ে ছবি আঁকার দাবি করেছেন অনেক শিল্পী। কিন্তু যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পী ভিনসেন্ট ক্যাস্টিগলিয়া তা করে দেখিয়েছেন। নিজের রক্তে আঁকা চিত্রকর্ম নিয়ে আয়োজন করেছেন প্রদর্শনী।

ভিনসেন্ট ক্যাস্টিগলিয়ার চিত্রকর্ম নিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি প্রদর্শনী শুরু হয়েছে। ‘পুনরুত্থান’ শিরোনামের এ প্রদর্শনী চলবে পুরো অক্টোবর জুড়ে। এতে স্থান পেয়েছে গত ১০ বছর ধরে শিল্পীর আঁকা সব চিত্রকর্ম। রঙের জায়গায় রক্ত দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে এ চিত্রকর্মগুলো।

চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে ক্যাস্টিগলিয়া বলেন, ‘চিত্রকর্মের সঙ্গে সর্বোচ্চ মাত্রার আন্তরিকতা গড়ে তুলতে’ রক্ত দিয়ে চিত্র আঁকা শুরু করেন তিনি।

এর আগে এ কাজের ব্যাপারে খুব ইতিবাচক সাড়া পেয়েছেন জানিয়ে তিনি বলেন, তবে অনেকেই রক্ত দিয়ে ছবি আঁকায় চমকে উঠেছেন।

তার চিত্রকর্মের দিকে তাকালেই কী দিয়ে সেগুলো আঁকা হয়েছে তা বোঝা যাবে বলে জানান তিনি।

জীবন ও মৃত্যুর মাঝে মানুষের মানবিকতা ও সম্প্রীতির বিষয়টি ক্যাস্টিগলিয়া তার এ চিত্রগুলোতে তুলে ধরেছেন। প্রদর্শনীতে স্থান পাওয়া বড় চিত্রকর্মগুলোর প্রতিটি শেষ করতে তিন মাসেরও বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন তিনি।

সাড়ে নয়শ’ থেকে ২৬ হাজার ডলারের মধ্যে তার এ চিত্রকর্মগুলোর দাম ধরা হয়েছে।

কোন মন্তব্য নেই:

FSS blog

FSS TSTL Photo Gallery

FSS TSTL Photo Gallery
Pictures

I like it

  • Bangla Song
  • Love
  • Move

what is love?

এই ব্লগটি সন্ধান করুন

লেবেল

লেবেল

ভূমি (1) sex (6)

Wikipedia

সার্চ ফলাফল