পেছালো বমগার্টনারের সুপারসনিক স্কাইডাইভ
৮ অক্টোবর বমগার্টনারের স্কাইডাইভিংয়ের দিন নির্ধারিত হলেও তা পিছিয়ে দেয়া হয়েছে ঝড়ো বাতাসের কারণে। বমগার্টনারের ‘রেড বুল স্ট্র্যাটোস’ টিমের সঙ্গে জড়িত এক ব্যক্তি জানান, সোমবার ঝড়ো বাতাসের পাশাপাশি কমে আসবে তাপমাত্রা। বৃষ্টিও হতে পারে বমগার্টনারের লঞ্চ সাইটে। এ কারণে পিছিয়ে দেয়া হয়েছে বমগার্টনারের স্কাইডাইভিংয়ের দিন।
আবহাওয়া ঠিক থাকলে ৯ অক্টোবর, মঙ্গলবার ইতিহাস গড়বেন বমগার্টনার। প্রথমে একটি হিলিয়াম বেলুন বমগার্টনারের জন্য তৈরি স্পেস ক্যাপসুলটিকে পৌঁছে দেবে মাটি থেকে ১ লাখ ২০ হাজার ফিট বা ২৩ মাইল উচ্চতায়। এরপর মহাকাশ থেকে লাফিয়ে পড়বেন বমগার্টনার। ধারণা করা হচ্ছে, এসময় শব্দের চেয়েও বেশি হবে বমগার্টনারের পতনের গতি। সফল হলে বমগার্টনার হবেন পৃথিবীর প্রথম ‘সুপারসনিক মানব’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন