মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

এলএইচসি ব্ল্যাক হোল তৈরি করবে না

এলএইচসি ব্ল্যাক হোল তৈরি করবে না

 
নিউক্লিয়ার গবেষণার জন্য নির্মিত লার্জ হার্ডন কোলাইডার (এলএইচসি) ব্ল্যাক হোল সৃষ্টি করে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, একজন নারীর এমন অভিযোগকে নাকচ করে দিয়েছে জার্মান আদালত। খবর লাইভসায়েন্স-এর।

জার্মানির মুয়েনস্টার কোর্ট জার্মান ওই অধিবাসীর এ অভিযোগকে অযৌক্তিক বলেই জানিয়েছে। তাছাড়া সুইজারল্যান্ডেও তার অভিযোগ ধোপে টিকেনি।

সূত্র জানিয়েছে, সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ (সিইআরএন)-এর ২০০৩ এবং ২০০৮ এ এলএইচসির নিরাপত্তাবিষয়ক যে প্রতিবেদনগুলো ছাপানো হয়েছে, সেদিক থেকে এর দ্বারা পৃথিবী ধ্বংস হবার কোনো ঝুঁকি নেই।

এলএইচসি সাইটটি ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমানায় অবস্থিত। ১৭ মাইল বিস্তৃত এ প্ল্যান্টটির নিচে রয়েছে নয় হাজার চুম্বক বিশিষ্ট একটি চৌম্বকক্ষেত্র, যা পরমাণুর মাঝে উচ্চগতিতে সংঘর্ষ ঘটানোর জন্য ব্যবহৃত হয়। সাধারণ পদার্থবিদ্যার বিভিন্ন সমস্যা, ভরের উৎস এবং বিগ ব্যাং থিওরি উদঘাটনের কাজে এ প্ল্যান্টটি ব্যবহৃত হয়।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি/অক্টোবর ২২/১২


কোন মন্তব্য নেই: