৩ লাখ ৭৫ হাজার রূপী নিয়ে ভেগে গেছে বিয়ের কনে। প্রায় ৫০ জন বরযাত্রী ঘটনাস্থলে গিয়ে কনের আর কোনো হদিস পায়নি।
ভারতের রাজস্থানে জয়পুর থেকে ৫৫০ কিলোমিটার দূরের বারমার শহরে এ ঘটনা ঘটে। বিয়ে ঠিক করতে বরপক্ষের কাছ থেকে ওই রূপী নিয়েছিল দুই ঘটক বীর সিং ও জেথা রাম।
২৮ অগাস্টে জোধপুরের হিরাদেসার গ্রামের বাসিন্দা অর্জুনরাম ৫০ জন বরযাত্রী নিয়ে বারমারে বিয়ে করতে ওই কনের বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা ঝুলছে। কনে এমনকি তার পরিবারশুদ্ধ লাপাত্তা।
সারারাত অপেক্ষা করেও কারো দেখা না পেয়ে পরে সবাই বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে।
দুই ঘটকের একজনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারমারে এখনো অবস্থান করছে অর্জুনরামসহ কয়েকজন গ্রামবাসী।
প্রাথমিক তদন্তে ওই কনে ও দুই ঘটক বিয়ের নামে প্রতারণাকারী একটি চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২১১৪ঘ.
ভারতের রাজস্থানে জয়পুর থেকে ৫৫০ কিলোমিটার দূরের বারমার শহরে এ ঘটনা ঘটে। বিয়ে ঠিক করতে বরপক্ষের কাছ থেকে ওই রূপী নিয়েছিল দুই ঘটক বীর সিং ও জেথা রাম।
২৮ অগাস্টে জোধপুরের হিরাদেসার গ্রামের বাসিন্দা অর্জুনরাম ৫০ জন বরযাত্রী নিয়ে বারমারে বিয়ে করতে ওই কনের বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা ঝুলছে। কনে এমনকি তার পরিবারশুদ্ধ লাপাত্তা।
সারারাত অপেক্ষা করেও কারো দেখা না পেয়ে পরে সবাই বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে।
দুই ঘটকের একজনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারমারে এখনো অবস্থান করছে অর্জুনরামসহ কয়েকজন গ্রামবাসী।
প্রাথমিক তদন্তে ওই কনে ও দুই ঘটক বিয়ের নামে প্রতারণাকারী একটি চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২১১৪ঘ.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন