এইচটিসির আনরিলিজড ফোনের রহস্য প্রকাশ
মার্কেটে আসার আগেই ফাঁস হয়ে গেছে এইচটিসির ওয়ান এক্স প্লাস ডিভাইসের কিছু অপ্রকাশিত তথ্য। কোম্পানিটির পক্ষ থেকে কোনো ঘোষণা আসার আগেই সেটটিতে ব্যবহৃত বিভিন্ন ফিচারের তথ্য প্রকাশ করে দিয়েছে পকেট লিন্ট। খবর ইয়াহু নিউজ-এর।এইচটিসির ওয়ান সিরিজ ফোনটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ব্যবহারকারীদের কাছে। তবে অ্যাপল ও স্যামসাংয়ের মতো বিশ্ববাজারে স্মার্টফোনের বাজার ধরতে পারেনি এইচটিসি।
এইচটিসির আনরিলিজড ডিভাইস ওয়ান এক্স প্লাস-এর ছবি প্রকাশের খবর অনলাইন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জানা গেছে, এতে টেগরা থ্রি প্লাস কোয়াড কোর ১.৬ গিগাহার্টস বা ১.৭ গিগাহার্টস গতির প্রসেসর ও ১৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১ জিবি র্যাম, ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং বিটস অডিও রয়েছে। সঙ্গে আছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। তাছাড়া এতে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন