Translate

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

৬০০ কোটি ছাড়ালো মোবাইল সিম সংখ্যা

৬০০ কোটি ছাড়ালো মোবাইল সিম সংখ্যা

পুরো পৃথিবীর মানুষের সংখ্যার প্রায় সমান এখন অ্যাকটিভ মোবাইল সংখ্যা। জাতিসংঘের টেলিকম এজেন্সি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর প্রতিবেদন অনুযায়ী ২০১১ সালের শেষ দিক পর্যন্ত পুরো পৃথিবীতে অ্যাকটিভ মোবাইল ডিভাইসের সংখ্যা ৬০০ কোটি। খবর বিবিসির।

বিশ্বের ১৫৫টি দেশের টেলিকমিউনিকেশন ব্যবস্থার ওপর গবেষণা চালিয়ে ‘মেজারিং দি ইনফরমেশন সোসাইটি ২০১২’ নামে প্রতিবেদনটি তৈরি করে আইটিইউ। আইটিইউ-এর হেড অফ ডেটা ডিভিশন সুসান টেলশার এ ব্যাপারে বলেন, ‘আমরা সিমকার্ডের সংখ্যা গুনেছি; ব্যবহারকারী বা ডিভাইস নয়। তাই একজন ব্যক্তির যদি ডুয়াল সিম ব্যবহারযোগ্য মোবাইলে দু’টি সিম কার্ড থাকে তবে আমরা দু’টি সাবস্ক্রিপশন হিসেব করেছি।’

সুসান আরো জানান, আইটিইউ-এর প্রতিবেদনে যোগ করা হয়নি ট্যাবলেট পিসি এবং ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা সিমগুলোর সংখ্যা।

ওই প্রতিবেদনে আইটিইউ আরো জানিয়েছে, উন্নত দেশগুলোতে শতকরা ৭০ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও উন্নয়নশীল দেশগুলোতে এই হার মাত্র ২৪ শতাংশ। শুধু তাই নয়, ফিক্সড ব্রডব্যান্ড লাইনের তুলনায় মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের সংখ্যা দ্বিগুণ।

আইটিইউ-এর টেলিকমিউনিকেশন ব্যুরোর পরিচালক ব্রাহিমা সানোউ বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোতে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের সংখ্যা বাড়ায় নতুন অনেক ব্যবহারকারীর কাছেই পৌঁছে গেছে ইন্টারনেট সুবিধা। তবে ব্যবহার বাড়লেও উন্নয়নশীল অনেক দেশেই মোবাইল ও ইন্টারনেটের দাম তুলনামূলকভাবে বেশি।’

১৪ অক্টোবর দুবাইয়ে ‘আইটিইউ টেলিকমিউনিকেশন ওয়ার্ল্ড ২০১২’ ইভেন্টে একত্রিত হবে টেলিকমিউনিকেশন শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। কনফারেন্সে থাকবেন প্রায় তিনশ’ বিশ্বনেতা। এছাড়া সিসকো, ভেরাইজন, ক্যাসপারস্কি ল্যাব, হুয়াউই, কোয়ালকম এবং এরিকসনের মতো প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও থাকবেন।


কোন মন্তব্য নেই:

FSS blog

FSS TSTL Photo Gallery

FSS TSTL Photo Gallery
Pictures

I like it

  • Bangla Song
  • Love
  • Move

what is love?

এই ব্লগটি সন্ধান করুন

লেবেল

লেবেল

ভূমি (1) sex (6)

Wikipedia

সার্চ ফলাফল