২১০০ সালে প্রাগৈতিহাসিক যুগে ফিরবে সমুদ্র!
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে পানিতে অ্যাসিডের পরিমাণ যে হারে বাড়ছে, তাতে ১১ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগে ফিরে যেতে পারে সমুদ্রের শাব্দিক পরিবেশ। এখনকার তুলনায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে তিমির গানের মতো নিচু কম্পাঙ্কের আওয়াজ। জলে নেমে আশপাশে ডাইনোসর যুগের কোনো দানবের সঙ্গে সাঁতার কাটার মতো অনুভ‚তিও হতে পারে ডাইভারদের। খবর লাইভসায়েন্স-এর।বাতাসের গ্রিনহাউস গ্যাস সমুদ্রের জলের সঙ্গে মিশে বাড়িয়ে দেয় অ্যাসিডের পরিমাণ। সমুদ্রের তল থেকে পাওয়া নমুনা বিশ্লেষণ করে ৩০ কোটি বছর আগে সমুদ্রের জলের অ্যাসিডের পরিমাণও নির্ধারণ করতে পেরেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, যেভাবে জলে অ্যাসিডের পরিমাণ বাড়ছে, তাতে ২১০০ সালে ডাইনোসরদের রাজত্বকাল ক্রিটেসিয়াস যুগের মতোই হবে সমুদ্রে অ্যাসিডের পরিমাণ।
ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডের বিজ্ঞানী ডেভিড জি. ব্রাউনিং এ ব্যাপারে বলেন, ‘আমরা একে বলছি ক্রিটেসিয়াস সাউন্ড ইফেক্ট। কারণ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের শাব্দিক পরিবেশ যেভাবে পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে মিল রয়েছে ১১ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগের; যখন পৃথিবীতে রাজত্ব ছিলো ডাইনোসরদের।’
নিচু কম্পাঙ্কের আওয়াজ পানিতে কতোটা দূরত্ব অতিক্রম করবে তা অনেকটাই নির্ভর করে পানির পিএইচ পরিমাণের ওপর। পানিতে পিএইচের পরিমাণ বেশি থাকলে তা কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়। পিএইচ পরিমাণ কমতে থাকার কারণেই বাড়ছে পানিতে অ্যাসিডের পরিমাণ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন