'এলিটপ্যাড ৯০০' ট্যাবলেট আনছে এইচপি
‘এলিটপ্যাড ৯০০’ দিয়ে ট্যাবলেট ডিভাইসের বাজার দখলের লড়াইয়ে যোগ দিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা এইচপি। আইপ্যাড আর গ্যালাক্সি ট্যাবলেট পিসির ভিড়ে এইচপির নতুন ‘এলিটপ্যাড ৯০০’ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানটিকে। খবর সিনেট-এর।‘এলিটপ্যাড ৯০০’ ট্যাবলেটে থাকবে ১০.১ ইঞ্চি আকারের, ১২৮০ বাই ৮০০ পিক্সেলের গরিলা গ্লাস ডিসপ্লে। এইচপি জানিয়েছে, ১ দশমিক ৫ পাউন্ড ওজন হবে ট্যাবলেট পিসিটির। ৯.২ মিলিমিটার পুরু ট্যাবলেটটি চলবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে।
ট্যাবলেটটিতে নতুন প্রজন্মের ইনটেল অ্যাটম মোবাইল প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে এইচপি। ট্যাবলেটটিতে আরও থাকবে ২ জিবি র্যাম এবং ৬৪জিবি হার্ড ড্রাইভ।
২০১৩ সালের জানুয়ারি মাসে ট্যাবলেটটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে এইচপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন