কম দামের স্মার্টফোন আনছে নকিয়া
নকিয়া ২০১৩ সালের শুরুতে লুমিয়া সিরিজের ৫১০ মডেলের ডিভাইস বাজারে আনছে। এন্ট্রি লেভেলের স্মার্টফোনের বাজার ধরতে এবং নতুন ক্রেতাদের আকর্ষণ করতে কমদামে সেটটি বাজারে আনছে বলে জানিয়েছে নোকিয়া। খবর জিএসএমএরিনার।সূত্র জানিয়েছে, লুমিয়া ৫১০ ডিভাইসটির ডিসপ্লে হবে ৪ ইঞ্চি। ২৫৬ মেগাবাইট র্যামের সেটটিতে ৪ গিগা বাইট ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে।
এন্ট্রি লেভেলের স্মার্টফোনের বাজার টার্গেট করে ডিভাইসটির দাম ধরা হয়েছে ১৫০ মার্কিন ডলার।
২০১০ সালের পর চীনে স্মার্টফোনের বাজার তিনগুণ বেড়েছে। বিষয়টি বিবেচনা করে চীনের আগামী ছুটির সময় ফোনটি বাজারজাত শুরু হবে। ২০১৩ সালের শুরুর দিকে পর্যায়ক্রমে তা বিভিন্ন দেশে সরবরাহ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন