শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

আসুসের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড বাজারে

আসুসের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড বাজারে

আসুসের এইচডি৭৯৫০-ডিসি২ মডেলের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড বাংলাদেশের মার্কেটে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড।

নতুন গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে এএমডি আইফিনিটি টেকনোলজি, যা দিয়ে একসঙ্গে ছয়টি মনিটর ব্যবহার করে গেইম এবং বিনোদনে উপভোগ করা যায়। এতে রয়েছে ৩ জিবি জিডিডিআর৫ মেমোরির এএমডি রেডিয়ন এইচডি৭৯৫০ জিপিইউ, পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ড, মাইক্রোসফট ডিরেক্টএক্স১১ সমর্থন, এইচডিসিপি সমর্থন, ডিভিআই আউটপুট, এইচডিএমআই আউটপুট, ডিসপ্লে পোর্ট প্রভৃতি।

গ্রাফিক্স কার্ডটিতে হাই-এন্ড গেইম এবং মুভি উপভোগে ভালো পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এটি ক্রসফায়ারএক্স সমর্থন করে, তাই প্রয়োজনে একাধিক জিপিইউ ব্যবহার করা যায়। গ্রাফিক্স কার্ডটির মূল্য রাখা হয়েছে ৪২ হাজার টাকা।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এইচবি

কোন মন্তব্য নেই: