উইন্ডোজ ৮-এর জন্য আসছে 'ফায়ারফক্স মেট্রো'
মোজিলা জানিয়েছে, মূলত উইন্ডোজ ৮-এর জন্য ডিজাইন করা হলেও, মেট্রো ইউজার ইন্টারফেস এবং ক্লাসিক ডেস্কটপ ইউজার ইন্টারফেস দু’টিতেই সমান তালে চলবে ফায়াফক্স মেট্রো। উইন্ডোজ ৮-এর আরটিএম ভার্সন ব্যবহারকারীরাও চালাতে পারবেন মোজিলার নতুন ব্রাউজারটি।
অন্যদিকে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে আসবে ২৫ অক্টোবর। ইতোমধ্যে প্রিভিউ সফটওয়্যারটি দিয়ে ফায়ারফক্স মেট্রো ব্রাউজারের সবগুলো খুঁত খুঁজে বের করে আগেই ঠিক করে নিতে চাইছে মোজিলা।
মোজিলার ব্লগে দেয়া তথ্য অনুযায়ী, ফায়ারফক্স মেট্রোতে থাকবে ‘নতুন মেট্রো স্টাইল ফায়ারফক্স স্টার্ট পেইজ, সাপোর্ট করবে ফায়ারফক্স সিঙ্ক, থাকবে মেট্রো টাচ অ্যান্ড সোয়াইপ জেশ্চার। মোজিলা বলেছে, ‘উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ব্রাউজারটি হবে আরো আধুনিক’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন