ইবের নিলামে আইনস্টাইনের চিঠি
নিলামে ওঠা চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন ১৯৫৪ সালে, মৃত্যুর এক বছর আগে। দার্শনিক এরিক গুটকাইন্ডকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ধর্ম বিষয়ে নিজের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন আইনস্টাইন। বাইবেল কেবল ‘প্রাচীন শিশুতোষ উপকথা’ বলে মন্তব্য করেছিলেন তিনি। ঈশ্বরের ধারণাটি কেবল ‘মানসিক দুর্বলতা’ বলেও ওই চিঠিতে মন্তব্য করেছিলেন আইনস্টাইন।
২০০৮ সালে চিঠিটি কিনেছিলেন একজন সংগ্রাহক। সম্প্রতি চিঠিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। সোমবার থেকে ইবেতে শুরু হবে নিলাম। শেষ হবে ১৮ অক্টোবর।
চিঠিটির নিলামের সঙ্গে যুক্ত মুখপাত্র এরিক গাজিন মন্তব্য করেন, ‘আইনস্টাইনকে নিয়ে সাধারণ মানুষের কৌতুহল আর চিঠিটির বিতর্কিত বিষয়বস্তু-এই দুই মিলে চিঠিটি উপযুক্ত দামে বিক্রি হবে বলেই আশা করছি আমরা।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন