বুধবার, ৩ অক্টোবর, ২০১২

ফোরজি মোবাইল নেটওয়ার্কে যাচ্ছে বৃটেন

ফোরজি মোবাইল নেটওয়ার্কে যাচ্ছে বৃটেন

বৃটিশ মোবাইল অপারেটররা নতুন চতুর্থ প্রজন্মের মোবাইল সার্ভিস শুরু করতে একমত হয়েছে। খবর বিবিসির।

বৃটিশ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ওটু ও ভোডাফোন দ্রুতগতির মোবাইল ডেটা লাইসেন্স নিয়ে অরেঞ্জ ও টিমোবাইল (ইই)-এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর ফলে, উচ্চগতির ডেটা সার্ভিস আগের পরিকল্পিত সময়ের ৬ মাস আগেই শুরু করা সম্ভব হবে।

বৃটিশ সংস্কৃতি মন্ত্রী মারিয়া মিলার বলেছেন, ‘ফোরজি সার্ভিস যতো দ্রুত সম্ভব চালু করা আমাদের অর্থনৈতিক পরিকল্পনার অন্যতম বিষয়’।

পুরো ফোরজি সার্ভিস শুরু করতে দেরি হবার অন্যতম কারণ ছিলো, টেলিভিশন ব্রডকাস্টারদের ব্যবহৃত অ্যানালগ স্পেকট্রাম। অ্যানালগ থেকে ডিজিটালে পরিবর্তন সরকারিভাবে হবে ২০১৩ সালের জানুয়ারিতে। তবে ফোরজি ফ্রিকোয়েন্সি আলাদাভাবে যথাসম্ভব দ্রুতগতিতে করা হবে বলে জানা গেছে।

অফকম এর সিইও এড রিচার্ডস বলেন ‘এ সিদ্ধান্তের ফলে অযাচিত বিলম্ব ঠেকানো গেছে। না হলে বহুদিন অপেক্ষা করতে হতো’।

এই মাসের শেষ নাগাদ ফোরজি সার্ভিস শুরু হবে যা ১৮০০ মেগাহার্টসে চলবে এবং শুরুতে ১৬টি শহরে সার্ভিস সীমাবদ্ধ থাকলেও ২০১৪ নাগাদ ৯৮% মোবাইল ব্যবহারকারীরা এর আওতায় আসবেন।

কোন মন্তব্য নেই: