আয়রন ম্যান' স্যুট বানাচ্ছে নাসা!
সাই-ফাই
কমিকস আর হলিউডি সিনেমা ছেড়ে আয়রন ম্যান বা ওয়ারমেশিনের মতো এক্সোস্কেলিটন
মোবাইল স্যুট এবার বুঝি বাস্তব দুনিয়াতে চলে এলো। মহাকাশের ভরশূন্য
অবস্থায় নভোচারীদের চলাফেলায় সুবিধা করে দিতে নাসা বানিয়েছে রোবোটিক
এক্সোস্কেলিটন ‘এক্স ওয়ান’। শুধু মহাকাশেই নয়, পৃথিবীর বুকেও পঙ্গুত্বের
শিকার ব্যক্তিদের হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিতে পারে মোবাইল স্যুটটি। খবর
ম্যাশএবল-এর।
এক বিবৃতিতে নাসা জানিয়েছে, মহাকাশে ভরশূন্য অবস্থায় নভোচারীদের হাঁটতে সাহায্য করবে ৫৭ পাউন্ড ওজনের এক্স ওয়ান। এছাড়াও মেরুদণ্ডে আঘাতের কারণে পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের হাঁটতেও সাহায্য করবে রোবোটিক এক্সোস্কেলিটনটি।
এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে এক্স ওয়ান। লম্বা সময় স্পেস স্টেশনে কাটানোর সময় বা ভবিষ্যত মার্স মিশনে নভোচারীদের সাহায্য করতে এক্স ওয়ান কতোটা ভূমিকা রাখতে পারবে, সে ব্যাপারটি ক্ষতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।
এক্স ওয়ান তৈরিতে নাসা জোট বেঁধেছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড মেশিন কগনিশন এবং ওশেনিয়ারিং স্পেস সিস্টেমের প্রকৌশলীদের সঙ্গে। এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, নাসার বিজ্ঞানীরা আশা করছেন, নভোচারীদের ভরশূন্য অবস্থায় চলাচল করতে এবং এক্সসারসাইজ ডিভাইস হিসেবে কাজ করবে রোবট এক্সোস্কেলেটন এক্স ওয়ান।
ভিডিও লিঙ্ক:
http://mashable.com/2012/10/14/nasa-exoskeleton-suit
এক বিবৃতিতে নাসা জানিয়েছে, মহাকাশে ভরশূন্য অবস্থায় নভোচারীদের হাঁটতে সাহায্য করবে ৫৭ পাউন্ড ওজনের এক্স ওয়ান। এছাড়াও মেরুদণ্ডে আঘাতের কারণে পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের হাঁটতেও সাহায্য করবে রোবোটিক এক্সোস্কেলিটনটি।
এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে এক্স ওয়ান। লম্বা সময় স্পেস স্টেশনে কাটানোর সময় বা ভবিষ্যত মার্স মিশনে নভোচারীদের সাহায্য করতে এক্স ওয়ান কতোটা ভূমিকা রাখতে পারবে, সে ব্যাপারটি ক্ষতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।
এক্স ওয়ান তৈরিতে নাসা জোট বেঁধেছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড মেশিন কগনিশন এবং ওশেনিয়ারিং স্পেস সিস্টেমের প্রকৌশলীদের সঙ্গে। এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, নাসার বিজ্ঞানীরা আশা করছেন, নভোচারীদের ভরশূন্য অবস্থায় চলাচল করতে এবং এক্সসারসাইজ ডিভাইস হিসেবে কাজ করবে রোবট এক্সোস্কেলেটন এক্স ওয়ান।
ভিডিও লিঙ্ক:
http://mashable.com/2012/10/14/nasa-exoskeleton-suit