মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

Result4th/5th Semester (with referred subjects) Examination of DIPLOMA IN ENGINEERING, 2012

Bangladesh Technical Education Board
Office of the Controller of Examinations
Agargaon, Sherebangla Nagar, Dhaka-1207
Memo No. BTEB (EX-2)/585(Part-5)/649
54050 - Haji Abul Hossain Institute Of Technology ,Tangail
1
2
It is to be notified all concerned that roll numbers who have passed in all subjects in the 4th/5th Semester (with referred subjects) Examination of DIPLOMA IN ENGINEERING, 2012
held in February - April, 2012 are listed below in accordance with the notification no BTEB (EX-2)/585(Part-5)/649 dated 02-07-2012 in regulation of the board.
It is to be notified all concerned that roll numbers who have failed in one or more subjects in the 4th/5th Semester (with referred subjects) Examination of DIPLOMA IN ENGINEERING,
2012 held in February - April, 2012 are listed below in accordance with the notification no BTEB (EX-2)/585(Part-5)/649 dated 02-07-2012 in regulation of the board. The roll numbers
are listed under the respective subject in which the corresponding student has failed. These examinees are permitted to appear in the examination of the respective subjects in the next
Semester board final examination together with the specified subjects of the Semester.
314403 314412 314413 314426
314427 314432 314438 314443
314444 314461 314477 314483
314488 314489 332898 332901
332903 332905 332908 332910
332911 332913 332916 332922
332924 332925 344211 344212
344214 344230 344239 344247
344250 344251 344252 344255
344258 396481 396484 396486
396490 396496 396501 396507
842548 913901


314406 { 1422(T), 2725(T), 2744(T),
2811(T) }
314409 { 2811(T) } 314410 { 1422(T), 2642(T), 2725(T),
2811(T) }
314416 { 1421(T), 1422(T), 1441(T),
2622(T), 2642(T,P), 2644(T), 2645(P),
2646(T,P), 2647(T,P), 2725(T),
2744(T,P), 2811(T), 2845(T,P),
2846(T,P) }
314418 { 1422(T), 2642(T), 2725(T),
2744(T), 2845(T) }
314420 { 2642(T), 2725(T) } 314423 { 1422(T), 2622(T), 2725(T),
2744(T), 2811(T), 2845(T) }
314424 { 1422(T), 2642(T), 2646(T),
2647(T), 2725(T), 2744(T), 2811(T),
2845(T) }
314425 { 1421(T), 1422(T), 2642(T),
2647(T), 2725(T), 2744(T), 2811(T),
2845(T) }
314428 { 1422(T), 2725(T) } 314429 { 1421(T), 1422(T), 2642(T),
2647(T), 2725(T), 2744(T), 2811(T),
2846(T) }
314430 { 2725(T), 2845(T) }
314431 { 1422(T), 2642(T), 2811(T) } 314434 { 1421(T), 1422(T), 1441(T),
2725(T) }
314437 { 1422(T), 2642(T), 2647(T) } 314439 { 1421(T), 1422(T), 1441(T),
2642(T), 2744(T), 2811(T), 2845(T),
2846(T) }
314440 { 1441(T), 2622(T), 2642(T),
2725(T), 2811(T), 2845(T), 2846(T) }
314442 { 1421(T), 1422(T), 2642(T),
2744(T) }
314445 { 1421(T), 1422(T), 2642(T),
2725(T), 2811(T) }
314446 { 1421(T), 2642(T), 2725(T),
2811(T) }
314449 { 2642(T), 2845(T) } 314450 { 2642(T), 2647(T), 2725(T),
2744(T) }
314451 { 1422(T), 2642(T), 2646(T),
2647(T), 2725(T), 2744(T), 2811(T),
2845(T) }
314455 { 2647(T), 2845(T) }
314456 { 1421(T), 1441(T), 2647(T),
2744(T) }
314457 { 1421(T), 1422(T), 2642(T),
2646(T), 2647(T), 2744(T), 2811(T),
2845(T), 2846(T) }
314463 { 1421(T), 1422(T), 2622(T),
2642(T), 2744(T), 2845(T) }
314464 { 1422(T) }
314465 { 1421(T), 1422(T), 1441(T),
2642(T), 2647(T), 2811(T), 2845(T) }
314470 { 1421(T) } 314474 { 1422(T), 2642(T), 2647(T),
2725(T), 2744(T), 2811(T), 2845(T) }
314480 { 1421(T), 1422(T), 2642(T),
2725(T), 2811(T), 2845(T) }
314482 { 1421(T), 1422(T), 2622(T),
2642(T), 2744(T), 2811(T), 2845(T) }
314484 { 1441(T), 2744(T) } 314486 { 1421(T), 1422(T), 2642(T),
2647(T), 2744(T), 2845(T) }
314493 { 1121(T), 1123(T), 1421(T),
1422(T), 1441(T), 2622(T), 2642(T),
2646(T), 2647(T), 2725(T), 2744(T),
2811(T), 2845(T) }
314494 { 1422(T), 2647(T), 2725(T),
2744(T), 2811(T), 2845(T) }
314495 { 1421(T), 1422(T), 1441(T),
2647(T), 2725(T), 2744(T), 2845(T),
2846(T) }
332883 { 1442(T) } 332884 { 1442(T) }
332887 { 1442(T) } 332888 { 1121(T), 1412(T), 1421(T),
1442(T), 2726(T), 2745(T), 2840(T),2843(T), 2849(T) } 332889 { 1441(T), 1442(T), 2622(T),
2726(T), 2745(T), 2843(T) }
332891 { 1412(T), 1421(T), 1442(T),
2622(T), 2726(T), 2745(T), 2843(T) }
332892 { 1442(T), 2840(T), 2843(T) }
332894 { 1412(T), 1421(T), 1441(T),
1442(T), 2726(T), 2843(T) }
332895 { 1412(T), 1421(T), 1442(T),
2726(T), 2745(T), 2840(T), 2843(T) }
332896 { 1412(T), 1441(T), 1442(T),
2622(T), 2745(T), 2840(T), 2843(T) }
332899 { 1421(T), 1442(T) }
332900 { 1442(T), 2745(T) } 332904 { 1421(T), 1442(T), 2726(T),
2745(T), 2822(T), 2840(T), 2843(T),
2849(T) }
332906 { 1442(T), 2843(T) } 332907 { 1442(T), 2726(T), 2822(T),
2840(T), 2843(T) }
332909 { 1442(T), 2622(T) } 332915 { 1412(T), 1442(T), 2745(T),
2822(T), 2840(T) }
332917 { 1412(T), 1442(T), 2843(T) } 332927 { 1412(T), 1421(T), 1441(T),
1442(T), 2843(T) }
332928 { 1412(T), 1442(T), 2622(T),
2843(T) }
344213 { 2847(T) } 344215 { 1421(T), 1422(T), 2741(T),
2747(T), 3033(T), 3146(T) }
344217 { 1421(T), 1422(T), 2447(T),
2723(T), 2741(T), 2747(T), 2847(T),
3146(T) }
344219 { 2447(T,P), 2621(P), 2747(T),
2847(P), 3033(T), 3146(T) }
344220 { 1421(T), 2447(T), 2721(T),
2722(T), 2741(T), 2747(T), 2847(T),
3146(T) }
344221 { 1421(T), 1422(T), 2447(T),
2741(T), 2847(T), 3033(T), 3146(T) }
344222 { 1421(T), 1422(T), 2741(T),
2847(T), 3033(T), 3146(T) }
344224 { 1421(T), 2447(T), 2741(T),
3146(T) }
344225 { 1421(T), 1441(T), 3146(T) } 344226 { 3146(T) } 344227 { 1421(T), 1422(T), 1441(T),
2447(T), 2741(T), 2847(T), 3033(T),
3146(T) }
344228 { 1421(T), 2447(T) } 344229 { 1421(T), 2747(T), 2847(T) } 344232 { 1422(T), 2847(T), 3033(T),
3146(T) }
344233 { 1421(T), 1441(T), 2741(T),
2747(T), 2847(T), 3033(T), 3146(T) }
344235 { 1421(T), 1422(T), 2741(T),
2747(T), 2847(T), 3146(T) }
344236 { 1421(T), 1422(T), 1441(T),
2741(T), 2747(T), 2847(T), 3146(T) }
344238 { 1421(T), 1441(T), 2741(T),
2847(T), 3146(T) }
344240 { 1421(T) }
344241 { 1421(T), 1422(T), 1441(T),
2447(T), 2723(T), 2741(T), 2747(T),
2847(T), 3033(T), 3146(T) }
344243 { 2447(T), 2847(T), 3033(T) } 344244 { 1421(T), 1422(T), 1441(T),
2447(T), 2721(T), 2747(T), 2847(T),
3033(T), 3146(T) }
344245 { 1422(T), 1441(T), 2447(T),
2723(T), 2741(T), 2747(T), 2847(P),
3033(T,P), 3146(T) }
344246 { 1441(T), 2847(T), 3033(T) } 344248 { 1421(T), 1441(T), 3033(T) } 344249 { 1421(T), 1422(T), 1441(T),
2447(T), 2721(T), 2723(T), 2741(T),
2747(T), 2847(T), 3033(T), 3146(T) }
344253 { 1421(T), 1422(T), 1441(T),
2447(T), 2741(T), 2847(T), 3146(T) }
344254 { 1421(T), 1441(T), 3146(T) } 344256 { 1421(T), 1441(T), 2847(T),
3033(T) }
344257 { 2741(T), 3033(T) } 396461 { 1441(T), 2632(T), 2726(T),
2745(T) }
396465 { 1122(T), 2632(T), 2726(T),
2745(T), 5443(T) }
396470 { 1422(T), 2632(T), 2745(T) } 396474 { 1422(T), 1441(T), 2631(P),
2632(T,P), 2726(T), 2745(T,P),
2837(T,P), 5441(T,P), 5442(T,P),
5443(T,P) }
396478 { 1422(T), 2745(T) }
396480 { 1421(T), 1422(T), 2632(T),
2745(T) }
396483 { 1421(T), 1422(T), 1441(T),
2622(T), 2726(T), 2837(T) }
396487 { 1441(T), 2745(T) } 396488 { 2745(T), 2837(T) }
396489 { 2632(T), 2745(T) } 396493 { 1422(T), 2726(T), 2745(T),
2837(T) }
396503 { 2745(T), 2837(T) } 842539 { 1421(T), 1441(T), 2723(T),
2741(T), 2847(T), 3033(T) }
913950 { 1121(T), 1123(T), 1422(T),
1441(T), 2622(T), 2642(T), 2647(T),
2725(T), 2744(T), 2811(T), 2845(T),
2846(T) }
943416 { 1122(T), 1123(T), 1421(T),
1422(T), 1441(T), 2447(T), 2741(T),
2847(T), 3146(T) }
996508 { 1422(T), 1441(T), 2622(T),
2726(T), 2745(T), 5441(T), 5442(T),
5443(T) }
996521 { 1421(T), 1422(T), 2726(T),
2745(T) }
996538 { 1421(T), 1422(T), 2622(T),
2745(T), 2837(T) }
996544 { 1422(T), 2745(T) } 996546 { 1421(T), 1422(T), 2745(T) } 996549 { 1421(T), 1422(T), 1441(T),
2631(P), 2632(T,P), 2745(T,P),
2837(T,P), 5441(T) }
996550 { 1123(T), 1422(T), 1441(T) } 996551 { 2745(T) } 996553 { 1422(T), 1441(T), 2726(T),
2745(T) }



Note: The result is hereby published subject to the final approval of the Bangladesh Technical Education Board. If any inadvertent error/mistake is detected later on in the result, the
board as per rule holds the authority of correcting / altering / withdrawing the result at any time. Any comments from the Head of Institutes regarding the published result should be
reported in written within 12th July, 2012. No complain will be entertained after the expiry of the stipulated time.
( Mohammad Ali Miah)
Assistant Controller of Examination
Bngladesh Technical Education Board, Dhaka
Phone: 9118776
(Dr. Md. Nurul Islam)
Controller of Examinations
Bangladesh Technical Education Board, Dhaka - 1207
Phone 9113283
Memo No. BTEB (EX-2)/585(Part-5)/649 Date : 02-07-2012
Copy of the published result is hereby sent for information and necessary action please:
1. Director General, Directorate of Technical Education, Agargaon, Dhaka -1000
2. Vice Chancellor, Ahsanullah University of Science and Technology, Dhaka
3. Director (PIW) Directorate of Technical Education Dhaka
4. Director (Curriculum), Bangladesh Technical Education Board, Dhaka -1207
5. Secretary Bangladesh Technical Education Board, Dhaka -1207
6. Director, Dhaka International University, Dhaka
7-51. Principal, Polytechnic Institute
52-56. Principal, BS Polytechnic Institute, Kaptai /Mohila Polytechnic Institute, Dhaka/Institute of Glass and Ceramic/Graphics Arts Institute/Bangladesh Marine Institute
57-156. Principal/Director, ____________.
157-161. Deputy Controller of Examination-1/2/3/VOC Bangladesh Technical Education Board, Dhaka -1207
162-166. Assistant Controller of Examination-2/3/VOC Bangladesh Technical Education Board, Dhaka -1207
167. Guard file

রবিবার, ১ জুলাই, ২০১২

মোবাইলেই খোঁজা যাবে নিকটবর্তী ফেইসবুক ব্যবহারকারী

মোবাইলেই খোঁজা যাবে নিকটবর্তী ফেইসবুক ব্যবহারকারী

সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক-এর মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাছাকাছি ফেইসবুক ব্যবহারকারী খুঁজে বের করা যাবে। এজন্য নতুন একটি ফিচার চালু করছে এই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট। খবর ইয়াহু নিউজ-এর।

এ ফিচারটি মূলত মোবাইল ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছে। এ ফিচারে ফেইসবুকের বন্ধু তালিকায় না থাকলেও আশপাশের ফেইসবুক ব্যবহারকারীদের দেখা যাবে।

ফেইসবুক সম্প্রতি গ্ল্যান্সি নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে কিনে নেয়। তাদের প্রযুক্তির সাহায্যে জানা সম্ভব আশপাশে একই সার্ভিস ব্যবহারকারী আছেন কি-না।

ফেইসবুকের ওই বিশেষ ফিচারটির প্রোগ্রামার রায়ান পিটারসন প্রযুক্তি ব্লগ টেকক্রাঞ্চকে বলেন, যারা ঘরের বাইরে থাকেন এবং সবসময় নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে চান এই ফিচারটি তাদের কাজে আসবে।

আসছে গুগল ট্যাবলেট, দাম ২০০ ডলার

আসছে গুগল ট্যাবলেট, দাম ২০০ ডলার

বার্ষিক কনফারেন্সে সার্চ জায়ান্ট গুগলের প্রথম অফিসিয়াল ট্যাবলেট পিসির মোড়ক উন্মোচন করা হবে। নেক্সাস ৭ নামের ট্যাবলেটটি তৈরি করেছে আসুস। খবর ফক্স নিউজ-এর।

২৭ জুন ক্যালিফোর্নিয়ায় গুগল আই/ও ডেভেলপারদের বার্ষিক কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নেক্সাস ব্র্যান্ডের ৭ ইঞ্চির এ ট্যাবলেটটির মোড়ক উন্মোচন করা হবে। আশা করা হচ্ছে এবার বাজারের শীর্ষস্থানটি ধরে রাখার জন্য অ্যাপল আইপ্যাডকে লড়াই করতে হবে গুগলের সঙ্গে।

২০১১ সলের ডিসেম্বর মাসে গুগলের চেয়ারম্যান এরিক স্মিড একটি ইটালিয়ান পত্রিকাকে জানান যে, তারা খুব শীঘ্রই উন্নতমানের ট্যাবলেট বাজারজাত করবে। ট্যাবলেটটিতে কি কি ফিচার থাকবে সে সম্পর্কেও কিছুটা ধারণা দেয়া হয়েছিলো ওই সময়।

নেক্সাস ৭ নামের ট্যাবলেটটি তৈরি করেছে আসুস। ট্যাবলেটটিতে থাকছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর এনভিডিয়া প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ভিডিও কলের জন্য সামনে থাকছে ১.২ মেগাপিক্সেল ক্যামেরা। এ ট্যাবলেটটিতে থাকছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

ট্যাবলেটটির দাম নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার। গুগলকে ট্যাবলেট মার্কেট দখল করতে টেক্কা দিতে হবে অ্যাপল এবং স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে। এ বছর অ্যাপলের আইপ্যাডের দখলে রয়েছে ট্যাবলেট বাজারের ৬২ শতাংশ অন্যদিকে ৩৬ শতাংশ বাজার রয়েছে অ্যান্ড্রয়েডের দখলে।

তবে গুগল ট্যাবলেটের ফিচারগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে।

আইপ্যাডের 'ফিঙ্গার ড্যান্সিং' অ্যাপ উদ্বোধনে লোপেজ জেনিফার লোপেজ

আইপ্যাডের 'ফিঙ্গার ড্যান্সিং' অ্যাপ উদ্বোধনে লোপেজ

জেনিফার লোপেজ

‘মুনশার্ক’ নামে একটি বিনোদন প্রতিষ্ঠানের সহযোগী হয়ে আইপ্যাডের জন্য ‘ফিঙ্গার ড্যান্সিং’ গেইমের উদ্বোধন করলেন জেনিফার লোপেজ। অ্যাপ্লিকেশনটির নাম দেওয়া হয়েছে ‘ড্যান্সপ্যাড’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

নিউ ইয়র্ক পোস্ট-এর বরাতে জানা গেছে, ১০০ লেভেলের ফিচার সংবলিত ‘ড্যান্সপ্যাড’-এর প্রথম ‘২০টি লেভেল’ ফ্রি। এর পরের লেভেল থেকে খেলতে চাইলে ২.৯৯ ডলারে কিনতে হবে।

ল্যাটিন ডিভা লোপেজ ‘প্রযোজক’ হিসেবে গেইমটিতে কাজ করছেন। এছাড়া সৃজনশীল নির্দেশনা এবং বিপণনের দিকও দেখবেন তিনি।

এ বছরের শেষ দিকে বাজারে ছাড়া হবে অ্যাপ্লিকেশনটি। এ ছাড়া ইউটউবের সেলিব্রিটি ‘ফিলিপ ডি ফ্র্যাঙ্কে’-এর সঙ্গে অংশিদারিত্বের আরও একটি কমোডি অ্যাপ্লিকেশন উদ্বোধনের পরিকল্পনা করছে ‘মুনশার্ক’।



বিডিনউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি

যুক্তরাষ্ট্রে ওজন কমানোর ওষুধ অনুমোদন


গত ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো শরীরের ওজন কমানোর একটি ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা।

এরিনা ফার্মাসিউটিক্যালসের ‘বেলভিক’ নামের এ ওষুধটি শুধু অতিরিক্ত ওজনের পূর্ণবয়স্ক ব্যক্তিদের ওপর প্রয়োগ করা যাবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

একটি ক্লিনিক্যাল জরিপে দেখা যায়, এ ওষুধটি ব্যবহারের ফলে ব্যবহারকারীদের ওজন গড়ে ৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

২০১০ সালে কিছু প্রাণীর ওপর ‘বেলভিক’ প্রয়োগ করার পর এটি টিউমারের কারণ হতে পারে বলে ধারণা করা হয়। এ কারণে পিলটির অনুমোদনের আবেদনও খারিজ করা হয়।

তবে সান ডিয়াগোভিত্তিক এরিনা ফার্মাসিউটিক্যালস আরো তথ্যসহ পুনরায় আবেদন করে যাতে দেখা যায়, মানুষের ওপর এ ওষুধটি প্রয়োগ করলে টিউমারের সম্ভাবনা খুবই কম। এরপর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এটির অনুমোদন দেয়।

মূলত মস্তিষ্কে খাদ্য সংক্রান্ত সঙ্কেতগুলো পৌঁছানোতে বাধাগ্রস্ত করে ‘বেলভিক’। এর ফলে অল্প আহারেই ক্ষুধা মিটেছে বলে ধারণা পান ‘বেলভিক’ ব্যবহারকারী।

২০১৩ সালে বাজারে এ ওষুধটি পাওয়া যাবে বলে জানা গেছে।

অতিরিক্ত ওজনধারী কারো বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) ৩০ বা তার চেয়ে বেশি হলেও শুধু ‘বেলভিক’ ব্যবহার করা যাবে। তবে উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস অথবা উচ্চ কোলেস্টেরলের রোগীদের বিএমআই ২৭ বা এর বেশি হলেই ওষুধটি ব্যবহার করতে পারবেন।

তবে গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের জন্য ‘বেলভিক’র ব্যবহার নিষিদ্ধ করেছে এফডিএ। এছাড়া ১২ সপ্তাহের মধ্যে ৫ শতাংশ ওজন না কমলে এ ওষুধ ব্যবহার বন্ধ করে দিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ মানুষ অতিরিক্ত ওজন ও এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ফলে ওজন কমানোর নতুন কোনো চিকিৎসা পদ্ধতির অনুমোদন দেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে চাপ দিয়ে আসছিলো অনেক চিকিৎসক।

এর আগে এ ধরনের বিভিন্ন ওষুধে হৃদণ্ডি ক্ষতিগ্রস্ত হওয়াসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় এগুলো বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

‘বেলভিক’-এ এধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে এফডিএ। তবে এটি ব্যবহারের ফলে মানসিক বিষণœতা, প্রচণ্ড মাথা ব্যথা ও সাময়িক স্মৃতিলোপের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

বাজারে আসার পরে ‘বেলভিক’ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এরিনা ওষুধটি ব্যবহারে হৃদপিণ্ডে’র ওপর এর পার্শ্বপ্রতিক্রিয়াসহ আরো ছয়টি স্বাস্থ্য বিষয়ক জরিপ করতে বাধ্য থাকবে।

ড্রোন প্লেন ছিনতাই করা সম্ভব

ড্রোন প্লেন ছিনতাই করা সম্ভব

উপযুক্ত সরঞ্জাম থাকলে যে কেউ জিপিএস-এর সাহায্যে মনুষ্যবিহীন প্লেন বা ড্রোন নিয়ন্ত্রণে আনতে পারবে। আধুনিক ড্রোন সম্পর্কে এমন মন্তব্য করেছেন গবেষকরা। খবর ফক্স নিউজ–এর।

জানা গেছে, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অসটিন স্টেডিয়ামের ওপর দিয়ে একটি ড্রোন স্বাভাবিক জিপিএস ফ্লাইট রুটিন মেনে উড়ে যাবার সময় হঠাৎ করেই মাটির দিকে নামতে শুরু করে। দুর্ঘটনা ঘটার কয়েক ফিট আগে একজন সেফটি পাইলট রেডিও কন্ট্রোলের মাধ্যমে ড্রোনটিকে বাঁচায়। এই পুরো বিষয়টিই ছিল ইউনিভাসিটি অফ টেক্সাস-এর, রেডিও নেভিগেশন ল্যাবরেটরির গবেষক, প্রফেসর টড হ্যাম্প্রিস এবং তার দলের ‘স্পুফিং’-এর একটি সফল গবেষণা। এর মাধ্যমে তারা প্রমাণ করেন, ড্রোন হ্যাক করা সম্ভব। ফলে যুক্তরাষ্ট্রের আকাশসীমা কেন ড্রোনের জন্যে খুলে দেয়া উচিত হবে না।

প্রফেসর টড হ্যাম্প্রিস বলেন, ‘একটি ইউএভি এর জিপিএস  রিসিভার স্পুফিং করা এবং একটি প্লেন ছিনতাই করা, একই কথা।’

ধারণা করা হয়, গত বছর ডিসেম্বরে ইরান জিপিএস জ্যামিং-এর মাধ্যমে একটি স্পাই ড্রোনকে ল্যান্ড করতে বাধ্য করে। স্পুফিং একটি আধুনিক প্রযুক্তি। প্রফেসর টড হ্যাম্প্রিস বলেন, স্পুফিং-এর মাধ্যমে, জিপিএস জ্যামিং শুধু নয়, ড্রোনগুলোকে কন্ট্রোলও করা সম্ভব।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মেহেদী/ওএস/এইচবি

নতুন ফিচার বিড়ম্বনায় ফেইসবুক ব্যবহারকারী

নতুন ফিচার বিড়ম্বনায় ফেইসবুক ব্যবহারকারী

সোসাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার চালু করেছে যা সম্পর্কে অধিকাংশ সময়েই ব্যবহারকারীদের জানানো হচ্ছে না। এর মধ্যে রয়েছে, প্রোফাইল মালিককে না জানিয়েই তার ইমেইল আইডি পাল্টে দেয়ার মতো ঘটনাও। খবর এবিসি নিউজের।

ফেইসবুকের নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে ফ্রেন্ডসেক বা ফাইন্ড ফ্রেন্ডস। তবে ফেইসবুকের ইমেইল আইডি পরিবর্তনটি এর ব্যবহারকারীদের জন্য বিড়ম্বনা সৃষ্টি করছে। ফেইসবুক তার ব্যবহারকারীর আসল ইমেইল আইডি সরিয়ে সেখানে [নাম]@ফেইসবুক.কম -এধরনের একটি আইডি সেট করে দিচ্ছে। ব্যবহারকারীকে এ সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না। এতে প্রোফাইলের সব মেসেজ চলে যাচ্ছে ওই আইডিতে।

এ নতুন পদ্ধতিটি অনেক ব্যবহারকারীর কাছেই বিরক্তিকর মনে হচ্ছে। কিভাবে ফেইসবুকের আইডি পরিবর্তন করে আসল আইডি ব্যবহার করা যায়, তা নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন ব্যবহারকারীরা।

ফেইসবুকের এ নতুন ফিচার সম্পর্কে এক স্টেটমেন্টে বলা হয়, ‘আমরা ব্যবহারকারীদের নিজস্ব ফেইসবুক ইমেইল আইডি দিচ্ছি, যেন আরও সহজে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। তবে তারা এ আইডি ব্যবহার করবে কিনা, তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার।’

ফেইসবুকের নতুন আইডি বদলে পুরনো আইডি রাখতে হলে প্রোফাইলের আপডেট ইনফো অপশনে ক্লিক করতে হবে। ইনফো পেইজে কন্টাক্ট ইনফো বক্সের এডিট বাটনে ক্লিক করে সেখানে নতুন ফেইসবুক আইডির পাশাপাশি পুরনো আইডিও দেখা যাবে। নতুন আইডির পাশের ড্রপ ডাউন থেকে হিডেন ফ্রম টাইমলাইন অপশন সিলেক্ট করতে হবে এবং পুরনো আইডির পাশের ড্রপ ডাউন থেকে শো ইন টাইমলাইন অপশন সিলেক্ট করে সেভ ক্লিক করতে হবে।

পাশাপাশি আরেকটি পরিবর্তন করা হয়েছে ফেইসবুক ইউআরএল অ্যাড্রেসে। এখন অ্যাড্রেসের শেষে নিজের নাম এবং যদি একই নামের একাধিক ব্যবহারকারী থাকেন তবে নামের পর একটি নম্বরও থাকবে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি