মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

দ্রততম ইলেকট্রিক স্পোর্টস কার 'এসপি: ০১'


দ্রততম ইলেকট্রিক স্পোর্টস কার 'এসপি: ০১'

চীনের ‘সাংহাই অটো শো’তে বিশ্বের সবচেয়ে দ্রতগতির ইলেকট্রিক স্পোর্টস কার এসপি:০১ দেখিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ডেট্রয়েট ইলেকট্রিক। প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ জানিয়েছে, বিদ্যুৎ চালিত গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। মাত্র ৩.৭ সেকেন্ডেই শূন্য থেকে ১০০ কিলোমিটারে পৌঁছে যায় এসপি:০১-এর গতি।

বলা হয়েছে, এই গাড়িটি বিদ্যুতে চলার কারণে গতি বাড়ানোর সময় বারবার গিয়ার পাল্টানোর ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে না চালককে। ডেট্রয়েট ইলেকট্রিক জানিয়েছে, গাড়িটির ৩৭ কিলোওয়াটের ব্যাটারি এক চার্জেই পাড়ি দেয়া যাবেই ১৯০ মাইল।

ডেট্রয়েট ইলেকট্রিকের টানা পাঁচ বছরের গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষার ফল এসপি:০১। এ মাসেই বিক্রি শুরু হয়েছে গাড়িটির। শুরুর প্রথম ঘণ্টাতেই ৩৫টি এসপি:০১ গাড়ি বিক্রি হয়ে যায়, যার প্রতিটির দাম দুই লাখ মার্কিন ডলার।


বিডনিউজটোয়েন্টিফোরডটকম

কোন মন্তব্য নেই: