শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এক বোতল জলের দাম ৬৫ লক্ষ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এমনই পানীয় জলের বোতল বাজারে ছেড়েছে আমেরিকার বেভারলি হিল্‌স ড্রিঙ্ক সংস্থা

এক বোতল জলের দাম ৬৫ লক্ষ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এমনই পানীয় জলের বোতল বাজারে ছেড়েছে আমেরিকার বেভারলি হিল্‌স ড্রিঙ্ক সংস্থা। 

এক বোতল জলের দামই ₹৬৫ লক্ষ! কী এমন বিশেষত্ব?

পানীয় জল অমূল্য। তা বলে এক বোতল জল কিনতে খসবে ৬৫ লক্ষ টাকা! কী কারণে এই জলের বোতলের এমন অবিশ্বাস্য দাম? জানা গিয়েছে, ৫০০০ ফিট উঁচু দক্ষিণ ক্যালিফোর্নিয়া পাহাড়ের চূড়া থেকে সংগ্রহ করা হয় এই বোতলের জল। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা সভাপতি জন গ্লাক স্বয়ং দাবি করেছেন, এই জলের স্বাদ 'রেশমের মতো মোলায়েম, মুচমুচে এবং অত্যন্ত হালকা।'

undefined

শুধু কি তাই? বোতলটির নকশা তৈরি করেছেন বিশ্বখ্যাত এক মণিকার। প্রতিটি বোতলে রয়েছে সোনার তৈরি ঢাকনা, যার মধ্যে বসানো হয়েছে ৬০০টি সাদা হিরে ও ২৫০টি কালো হিরে। মোট ১৪ ক্যারাট হিরে ব্যবহার করা হয়েছে বোতলপিছু। Beverly Hills 9OH2O-এর বিশেষ ডায়মন্ড সংস্করণ কিনলে এক বছর ধরে বিনামূল্য়ে পাওয়া যাবে এই পানীয় জল। তবে যাঁরা ৬৫ লক্ষ টাকা খরচ করতে চাইছেন না, তাঁদের জন্য ৫০০ মিলি বোতলবন্দি পানীয় জলের ব্যবস্থা করেছে সংস্থা। এই বোতলের দাম পড়ছে প্রতিটি ১০০ টাকা।


কোন মন্তব্য নেই: