শনিবার, ১৭ মার্চ, ২০১২

তেড়ে আসছে সৌরঝড়

তেড়ে আসছে সৌরঝড়

কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় শিগগিরই তেড়ে আসছে পৃথিবীর দিকে। এর ফলে পৃথিবীর বৈদ্যুতিক ব্যবস্থা, স্যাটেলাইট নেভিগেশন এবং অন্যান্য প্রযুক্তি সাময়িক সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর ম্যাশএবল-এর।

সূত্র মতে, সূর্য মঙ্গলবার সন্ধ্যায় ‘করোনাল মাস ইজেকশন’ রিলিজ করেছে যা এক প্রকার শক্তিশালী প্লাসমার বিস্ফোরণ। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার পর্যন্ত এর প্রভাব পৃথিবীতে এসে পড়তে পারে।

এ প্রসঙ্গে মার্কিন স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের প্রধান বব রুটলেজ জানিয়েছেন, ঝড়টি খুব ভীতিকর না হলেও সাম্প্রতিক সময়ে খুব একটা সৌরঝড়ের মুখোমুখি হয়নি পৃথিবী। তাই এ নিয়ে সরকারের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার কিছুটা চিন্তিত।

কোন মন্তব্য নেই: