শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

আকাশে উড়ল সুবিশাল কাগজের বিমান


আকাশে উড়ল সুবিশাল কাগজের বিমান 
কাগজ ভাঁজ করে ছোট আকারের যে খেলনা বিমান তৈরি করা হয়, ঠিক সে রকমই সুবিশাল একটি কাগজের বিমান অ্যারিজোনা মরুভূমিতে ওড়ানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ এক খবরে জানিয়েছে, পিমা এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের ‘জায়ান্ট পেপার অ্যারোপ্লেন’ প্রকল্পে বিজয়ী ১২ বছর বয়সী দুজন তরুণ বিমানটি তৈরি করেছিল। ৪৫ ফুট লম্বা এই বিমানটি তিন হাজার ফুট উঁচুতে ১০ সেকেন্ড পর্যন্ত উড়তে সক্ষম হয়েছে।
বিশালকায় এই কাগজের বিমানটির নাম ‘আর্তুরোস ডেজার্ট ঈগল’। কাগজের বিমানটি ওড়াতে অবশ্য হেলিকপ্টারের সাহায্য নিতে হয়েছে। সিকোরস্কি এস৫৮টি হেলিকপ্টারের সঙ্গে একটি শিকল বেঁধে কাগজের এই বিমানকে দুই হাজার ৭০৩ ফুট ওপরে ছেড়ে দেওয়া হয়। এরপর কাগজের বিমানটি ঘণ্টায় ১০০ মাইল গতিতে ছুটতে শুরু করে। কিন্তু ১০ সেকেন্ড পরেই বাতাসের তোড়ে কাগজের এই বিমানটি বিধ্বস্ত হয়।

কোন মন্তব্য নেই: